এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : "এদেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার মধ্যে দিনাতি পাত করছে। ঐ সমস্ত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র বদ্ধপরিকর। আইনগত সহায়তা জনগণের সাংবিধানিক অধিকার। ফলশ্রুতিতে দ্রুত সময়ে বিচারপ্রার্থী জনগণের বিনা
খরচে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে লিগ্যাল এইড অফিস কার্যকরি ভাবে কাজ করে যাচ্ছে"। ২৬ নভেম্বর, ২০২৫ বিকাল ৪.০০ ঘটিকায় জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ হেমায়েত উদ্দিন। রূপন কুমার দাশ, চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সোহাগ তালুকদার, ভারপ্রাপ্ত জজ নেজারত বিভাগ জনাব আরফাতুল রাকিব, জেলা ম্যাজিস্ট্রেট প্রতিনিধি ও সিনিয়র সহকারী কমিশনার জনাব মোঃ ফাহমুন নবী, মেট্রোপলিটন পুলিশের এডিসি প্রসিকিউশন জনাব মাহমুদুল হাসান মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস ছাত্তার, সাধারন সম্পাদক এড. মোঃ হাসান আলী চৌধুরী, বিজ্ঞ মহানগর পাবলিক প্রসিকিউটর জনাব এড. মফিজুল হক ভূঞা, বিজ নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি এড. আলমগীর মোঃ ইউনুছ, বিজ্ঞ বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
সভায় সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে তৃণমূলে প্রচারের নিমিত্ত বেসরকারি উন্নয়ন সংগঠন ওভের এর গৃহিত প্রকল্প বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন করেন ওডেব এর প্রকল্প কর্মকর্তা জনাব মোঃ আলাউদ্দিন। সভায় জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামে সফল ইন্টার্ণশীপের সমাপ্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের তিন জন ছাত্র/ছাত্রীকে সনদপত্র ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়।