শিরোনাম
◈ পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড ◈ পূর্বাচল প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ◈ বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ, তবে তৃতীয় দেশে পাঠাতে চায় ভারত; যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শেখ হাসিনা ◈ জাতীয় নির্বাচনের আগে যে তিন চ্যালেঞ্জের মু‌খোমু‌খি বিএনপি ◈ বেহাল দশা লিভারপু‌লের, নি‌জের মাঠেই হে‌রে গে‌লো ডাচ ক্লাবের কাছে ◈ ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়ল: আগামী এপ্রিল থেকে ঘণ্টায় বাড়বে সব বয়সের শ্রমিকদের আয় ◈ বায়ার্ন মিউনিখকে ৩-১ গো‌লে হারা‌লো আ‌র্সেনাল ◈ তারেক রহমান এখনও ভোটার নন, ডিসেম্বরে দেশে এসেই ভোটার হবেন: দলীয় সূত্র ◈ ফিফা নিষেধাজ্ঞা স্থগিত কর‌লো, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন রোনালদো ◈ কেন বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা ঝুঁকিপূর্ণ হতে পারে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

১২ বছর পর আবার সিনেমায় ফিরলেন নায়িকা পলি

মনিরুল ইসলাম: জনপ্রিয় চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি, যিনি পলি নামেই বেশি পরিচিত, দীর্ঘ ১২ বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন। এক সময়ের সাড়া জাগানো এই নায়িকা নায়ক মান্নার সঙ্গে ফায়ার সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে বিশেষ পরিচিতি পান।

বৃহস্পতিবার এফডিসিতে তিনি সরকারি অনুদানের চলচ্চিত্র ‘দেনা পাওনা’–র একটি গানের শুটিংয়ে অংশ নেন। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী, সংগীত পরিচালনায় আছেন শেখ সাদী খান। এফডিসির ৮ নম্বর ফ্লোরে (এটিএন বাংলা স্টুডিও) আইটেম গানের দৃশ্যায়ন করেন কোরিওগ্রাফার ইউসুফ খান।

গানের শুটিংয়ে পলির সহশিল্পী ছিলেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু)।

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে ফেরার অনুভূতি জানিয়ে পলি বলেন, “১২ বছর পর আবার শুটিংয়ে অংশ নিচ্ছি। এ গানটির শুটিংয়ের মধ্য দিয়েই আমার থার্ড ইনিংস শুরু হলো। আগেও অনেক সিনেমার অফার পেয়েছিলাম, কিন্তু তখন ব্যাটে-বলে মিলছিল না। সংসার ও ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। এখন ভাবলাম—বছরে দুই-একটি চলচ্চিত্র করা যেতে পারে। তাই আবার শুরু করলাম। সবার দোয়া ও সহযোগিতা চাই।”

নিজস্ব স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি আরও বলেন, “পলি মানেই চমক—এই গানটিও হবে একটি চমক। সিনেমাপ্রেমীরা নিশ্চয়ই পছন্দ করবেন।”

২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ চলচ্চিত্রে নায়ক মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পলির। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘এক নম্বর আসামী’ (২০১২), রাজু চৌধুরী পরিচালিত।

১৩ বছরের ক্যারিয়ারে তিনি প্রায় ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঢালিউডের প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে কাজ করেছেন—মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদীসহ অনেকে।

বর্তমানে পলি ঢাকার গুলশানে বসবাস করেন। তিনি চার সন্তানের জননী এবং নিজের একটি বুটিক হাউস পরিচালনা করছেন। তার স্বামী একজন ব্যবসায়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়