স্পোর্টস ডেস্ক : ১৯৫২ সাল থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও সাত দশকের বেশি সময় ধরে কোনো ফ্লাডলাইট ছিল না শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে। অবশেষে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন করে ফ্লাডলাইট বসানো হচ্ছে এসএসসিতে।
ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপের নতুন আসরের খেলা। শ্রীলঙ্কার তিন ভেন্যুতে হবে টুর্নামেন্টের অন্তত ২০টি ম্যাচ। এর মধ্যে কলম্বোর এসএসসি মাঠে রাখা হয়েছে পাঁচটি খেলা। ---- টি স্পোর্টস
এমনিতে শ্রীলঙ্কার টেস্ট ভেন্যু হিসেবে ব্যবহৃত হয় এসএসসির মাঠ। তাই ৭৩ বছরেও কখনও এই মাঠে ফ্লাডলাইটের প্রয়োজনীয়তা দেখা দেয়নি। কিন্তু এবার বিশ্বকাপের একাধিক ম্যাচ হবে সন্ধ্যার পর। তাই এরই মধ্যে ফ্লাডলাইট বসানোর কাজ শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এসএসসিতে প্রথম ম্যাচটি হবে টুর্নামেন্টের প্রথম দিনেই। তবে পাকিস্তান ও নেদারল্যান্ডস ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বেলা ১১টায়। তাই সেদিন ফ্লাডলাইট প্রয়োজন পড়বে না।
ওই মাঠে ফ্লাডলাইটের নিচে প্রথম খেলা হবে ৯ ফেব্রুয়ারি, জিম্বাবুয়ে ও ওমানের মধ্যে। স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে খেলা।
এরপর ১০ ফেব্রুয়ারি পাকিস্তান-যুক্তরাষ্ট্র (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) ও ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান-নামিবিয়া (স্থানীয় সময় বিকেল ৩টা) ম্যাচেও প্রয়োজন পড়বে ফ্লাডলাইট। মাঝে আয়ারল্যান্ড-ওমান (স্থানীয় সময় বেলা ১১টা) ম্যাচে কৃত্রিম আলোর দরকার হবে না।