আজিজুল হক, বেনাপোল (যশোর): বিএনপি ক্ষমতায় এলে অবহেলিত বেনাপোল পৌরসভাকে অত্যাধুনিক শহর হিসাবে গড়ে তোলা হবে। যেখানে হাসপাতাল,ষ্টেডিয়াম থেকে শুরু করে নতুন রাস্তা,ঘাট তৈরী করা হবে। শিল্পকল কারখানা স্থাপন করে বেকারদের কর্মসংস্থান বাড়ানো হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কার্যক্রম ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ৪ নম্বর ওয়ার্ড কাগজ পুকুর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথীর বক্তব্যে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও এবারের যশোর ১ আসন শার্শায় ধানের শিষের মনোনিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশ পরিচালনায় পছন্দের মানুষকে ভোট প্রদান মানুষের অধীকার। কিন্তু গত ১৫ বছর স্বৈরাচারী আ,লীগ সরকার মানুষের সেই অধিকার হরণ করেছিল। ভোটের অধীকার পূনরুদ্ধার করে গণতন্ত্র ফেরাতে আপনাদেরকে ধানের শিষে ভোট দিতে হবে। বিগত শেখ হাসিনা সরকারের এমপি,মন্ত্রীরা ব্যাংক থেকে লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা জনসেবার নামে মানুষের সাথে প্রতারনা করেছে। বিএনপি ক্ষমতায় এলে এসব টাকা ফেরত আনা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন,সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, পৌর বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন, সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু,যুগ্ম সাধারন সম্পাদক মেহেরুল্লাহ, বিএনপি নেতা আব্দুল আহাদ, বকুল মাহাবুব,মফিজুর রহমান সজন, আব্দুল মান্নান,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ। সহ বেনাপোল পৌর বিএনপির নেতা কর্মীরা ।
এসব বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও সুসংগঠিত হতে হবে। সামাজিক সম্পর্ক দৃঢ় করা, গণসংযোগ বাড়ানো এবং মানুষের আস্থা অর্জন করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির উন্নয়ন ভাবনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরা হবে।।