শিরোনাম
◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০২:৪৪ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিকশাচালকদের জন্য নতুন উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর

এবার রিকশাচালকদের জন্য ‘জীবনমান উন্নয়ন কর্মশালা’ শীর্ষক নতুন একটি উদ্যোগের আয়োজন করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। কর্মশালায় বিশেষজ্ঞদের মাধ্যমে তাদের ধর্মীয় ও সামাজিক জীবন সুন্দরভাবে পরিচালনার প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। 

বুধবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজের এক পোস্টে জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ জানান, আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, রিকশাচালক ভাইয়েরা এমন এক পেশার সঙ্গে যুক্ত, তারা কাজের চাকা বন্ধ রাখলে স্থবির হয়ে পড়ে নগরবাসীর জীবন। অথচ গুরুত্বের তুলনায় তাদের কাজের স্বীকৃতি ও মূল্যায়ন কম। আবার শিক্ষা ও সচেতনতার অভাবে তাদের জীবনমানে তেমন কোনো অগ্রগতিও দেখা যায় না। আমরা রিকশাচালক ভাইদের জীবনমান ও কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।

তিনি আরও বলেন, সে লক্ষ্যে ঢাকা শহরের রিকশাচালকদের জন্য আমরা বিশেষ এক কর্মসূচি হাতে নিয়েছি। কর্মসূচির নাম : রিকশাচালকদের জীবনমান উন্নয়ন কর্মশালা। কর্মশালায় একজন রিকশাচালকের আত্মপরিচয়, প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান, সুন্দর আচরণ ও জীবন চলার গাইডলাইন, স্ত্রী-সন্তানের প্রতি করণীয়, স্বাস্থ্য সুরক্ষা, কম আয়ে স্বাবলম্বী ও ঋণমুক্ত জীবনের পদ্ধতি, ট্রাফিক আইন ও রাস্তার নিরাপত্তা এবং সামাজিক নিয়ম-নীতি ইত্যাদি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। 

শায়খ আহমাদুল্লাহ জানান, কর্মশালায় দাঈ, অভিজ্ঞ চিকিৎসক এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা প্রশিক্ষণ প্রদান করবেন। উপস্থিত থাকব আমি নিজেও। 

পরিচিত রিকশাচালকদের এ কর্মশালার কথা জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অধিকাংশ রিকশাচালক ভাই যেহেতু প্রযুক্তি ব্যবহারে অনভিজ্ঞ, তাই এই কর্মশালার দাওয়াত আপনি আপনার পরিচিত রিকশাচালকের কাছে পৌঁছে দিতে পারেন। আবার চলার পথে রিকশাচালকের হয়ে রেজিস্ট্রেশন করে দিতে পারেন আপনি। এমনও হতে পারে, একদিন সুযোগ করে বাসার পাশের রিকশা গ্যারেজে চলে গেলেন। সেখানে কর্মশালার দাওয়াত দিয়ে সবার জন্য গুগল ফরম পূরণ করে দিলেন। এতে আশা করা যায়, আপনিও এই মহতী উদ্যোগের অংশ হয়ে উঠবেন। আসুন, রিকশাচালক ভাইদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখি। কারণ, তারা ভালো থাকলে ভালো থাকবে দেশ।

কর্মশালায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে কমেন্টে দেওয়া গুগল ফরমে। কিংবা সরাসরি মোবাইল করেও রেজিস্ট্রেশন করা যাবে। মোবাইল নাম্বার : 01898773880

ঠিকানা : প্লট : ৬২-৬৪, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়