শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৯:৩৫ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার মূল একাদশে দিবালা নেই কেন? মুখ খুললেন কোচ

দিবালা

এরফান আলম: কাতার বিশ্বকাপে বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির দল। এই ম্যাচ জয় ছাড়া কনো বিকল্প নেই লিওদের। তবে গ্রুপ পর্বের দুই কেন দিবালাকে মাঠে দেখা যায়নি তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যপারে মুখ খুললেন কোচ লিওনেল স্ক্যালোনি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দোহার কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লিওনেল স্কালোনি।

কেনো দিবালাকে মাঠে নামানো হচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কৌশলগত কারণে দলে জায়গা পাচ্ছেন না দিবালা এবং কনো তার কোনো ইনজুরি নেই।

অনান্য খেলোয়াড়দের মতো তিনি খেলতে চায়। কিন্তু ট্যাকটিক্যাল সিদ্ধান্তের কারণে দিবালাকে দিয়ে খেলানো হচ্ছে না। 

তিনি আরও জানান, আমাদের পরবর্তী ম্যাচে ফলাফলের উপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

কাতার বিশ্বকাপের আগে থেকেই থায়ের ইনজুরিতে ভুগছিলেন দিবালা। 

পরিসংখ্যান দেখার পর জানা যায়, আর্জেন্টিনার হয়ে আগে থেকেই মূল একাদশে ধারাবাহিকভাবে কখনো সুযোগ পাননি দিবালা। 

ক্যারিয়ারে ৫১ ম্যাচ দলের হয়ে খেললেও মূল একাদশে খেলার সুযোগ হয়েছিলো ১৬ বার। যদিও মূলত চোটের কারণেই বিশ্বকাপ থেকে ছিটকে যায়।

কোচ স্কালোনি শুধু দিবালাকে মূল একাদশে রাখেননি। এছাড়া এই লিস্টে রয়েছে থিয়াগো আরমাদা ও অ্যাঞ্জেল কোরেয়া কেও।  সম্পাদনা: এল আর বাদল

এএ/এলবি/এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়