শিরোনাম
◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি ◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী ◈ যা ঘটেছিল সেদিন, বর্ণনা দিলেন সেই এইচএসসি পরীক্ষার্থী ◈ পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড, পুলিশের সঙ্গে হাতাহাতি ◈ বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা ◈ সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন ◈ বাংলা‌দে‌শে রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার ধু‌য়ো তু‌লে আগ‌স্টে সফ‌রে আস‌ছে না ভারতীয় ক্রিকেট দল ◈ একযোগে ১৫ নেতাকে অব্যাহতি দিল ছাত্রদল ◈ পাকিস্তান চীনের ‘জীবন্ত পরীক্ষাগার’, ৮১% সামরিক সরঞ্জাম চীনা: দাবি ভারতের জেনারেল রাহুল সিংয়ের

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০৪:৪৯ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত সফরে বিসিবি একাদশের অধিনায়ক মিঠুন, দলে মুমিনুল হক

ভারত সফরে বিসিবি একাদশের অধিনায়ক মিঠুন, দলে মুমিনুল হক

স্পোর্টস ডেস্ক : বিসিবি একাদশের হয়ে ভারত সফরে যাচ্ছেন সাবেক টেস্ট দলপতি মুমিনুল হক। তার সঙ্গে জায়গা পেয়েছেন টেস্ট দলের স্পিনার তাইজুল ইসলামও এই দলটির অধিনায়কত্ব করবেন মোহাম্মদ মিঠুন।

টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরে চেনা ছন্দে নেই মুমিনুল ইসলাম। এই সফরে তাকে রাখা হয়েছে মূলত হারানো ছন্দ খুঁজে পাওয়ার জন্য। তবে মুমিনুল দলে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ এ’ দলের নেতৃত্ব দেয়া মিঠুনই দেবেন এখানকার নেতৃত্ব।

মুমিনুল ও তাইজুলের সঙ্গে এই দলটিতে আছেন ব্যাটার এনামুল হক বিজয় এবং তৌহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের মতো এই সফরেও থাকছেন টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয় ও পেসার সৈয়দ খালেদ আহমেদ।

এই একাদশে আছেন সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চমক জাগানো পেস বোলিং অলরাউন্ডার রিপন মন্ডল। দলে আছেন প্রতিভাবান লেগ স্পিনার রিশাদ হোসেনও।
বিসিবি একাদশের ভারতে সফরের সবকটি ম্যাচই হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। এই সফরে ভারতের তামিলনাড়ু একাদশের বিপক্ষে দুটি চারদিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে মিঠুনের দল।

সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর থেকে, পরেরটি অনুষ্ঠিত ১৯ অক্টোবর। একদিনের ম্যাচের সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।

একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা। সম্পাদনা: এল আর  বাদল
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়