শিরোনাম
◈ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ◈ তিয়ানজিনে শি-মোদি বৈঠক: প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী অংশীদার চীন-ভারত ◈ নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি ◈ উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, যা বললেন হাসনাত ◈ গাজার আকাশে ড্রোনের ভোঁ ভোঁ শব্দকে গান বানালেন সংগীতশিক্ষক, দুঃসহ যন্ত্রণাকে রূপ দিলেন প্রতিবাদের ভাষায় (ভিডিও) ◈ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হঠাৎ আক্রমণাত্মক ছাত্রদল, রাকসু কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা ◈ যে যে আয়ের কর দিতে হবে সরকারি–বেসরকারি চাকরিজীবীদের, দেখুন তালিকা ◈ ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন, ২২ বছর লালন পালন করা দুই ছেলের কেউই তাঁর সন্তান নয়! ◈ মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে যে সুখবর দিল বিটিআরসি! কার্যকর হবে সেপ্টেম্বর থেকে

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৫৮৭ রা‌নে অলআউট ভারত, আকাশ দীপের জোড়া উইকেটে দ্বিতীয় দিন শেষে চাপে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। ৫১০ রানে পিছিয়ে ইংল্যান্ড। ৩ উইকেট হারিয়ে থ্রি লায়ন্সদের রান ৭৭। উইকেটে আছেন জো রুট (১৮) এবং হ্যারি ব্রুক (৩০)। এই জুটির ওপরই নির্ভর করছে ফলো অন বাঁচানো। 

বার্মিংহ্যামে প্রথমে ব্যাট করে ৫৮৭ রানে শেষ হয় টিম ইন্ডিয়ার ইনিংস। একটুর জন্য শতরান হাতছাড়া হয় যশস্বী জয়েসওয়ালের। তবে দলের বড় রানের ভীত গড়ে দেয়। অনবদ্য শুভমন দল। তিনশো রানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু ২৬৯ রানে আউট হন ভারত অধিনায়ক। লোয়ার মিডল অর্ডার গুরুত্বপূর্ণ রান যোগ করে। ৮৯ রান করেন রবীন্দ্র জাদেজা। ৪২ রান যোগ করেন ওয়াশিংটন সুন্দর। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড দল। শুরুতেই শূন্য রানে আউট হন বেন ডাকেট। লিডস ম্যাচের সেরা এদিন কোনও পার্থক্য গড়ে দিতে পারেনি। প্রথম বলেই আউট হন অলি পোপ। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। 

এই জায়গা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন জো রুট (১৮) এবং হ্যারি ব্রুক (৩০)। তাঁদের ওপরই নির্ভর করছে ইংল্যান্ডের ভাগ্য। আগের দিন যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকে শুরু করেন শুভমন গিল। শতরানে থামেননি। দ্বিশতরান করেন। ৩৮৭ বলে ২৬৯ রান করে আউট হন। 

ইনিংসে ছিল ৩টি ছয় এবং ৩০টি চার। বুমরার জায়গায় সুযোগ পান আকাশ দীপ। শুরুতেই জোড়া উইকেট তুলে নেন। বেন ডাকেট এবং অলি পোপকে ফেরান বাংলার পেসার। এদিন এখনও পর্যন্ত বুমরার অভাব বুঝতে দেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়