শিরোনাম
◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী ◈ যা ঘটেছিল সেদিন, বর্ণনা দিলেন সেই এইচএসসি পরীক্ষার্থী ◈ পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড, পুলিশের সঙ্গে হাতাহাতি ◈ বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা ◈ সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন ◈ বাংলা‌দে‌শে রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার ধু‌য়ো তু‌লে আগ‌স্টে সফ‌রে আস‌ছে না ভারতীয় ক্রিকেট দল ◈ একযোগে ১৫ নেতাকে অব্যাহতি দিল ছাত্রদল ◈ পাকিস্তান চীনের ‘জীবন্ত পরীক্ষাগার’, ৮১% সামরিক সরঞ্জাম চীনা: দাবি ভারতের জেনারেল রাহুল সিংয়ের ◈ ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান, নিরাপদ থাকতে যা করতে হবে

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ০৯:৩১ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শে রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার ধু‌য়ো তু‌লে আগ‌স্টে সফ‌রে আস‌ছে না ভারতীয় ক্রিকেট দল

এল আর বাদল : হ‌লো না কো‌নো সিদ্ধান্ত, বিরাট–রোহিতদের ২২ গজে দেখার অপেক্ষা আরও বাড়ল। ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও সরকারি ঘোষণা না করলেও সূত্রের খবর, আগস্টে বাংলাদেশ সফরে আস‌ছে না টিম ইন্ডিয়া। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ড এখনও কিছু না জানালেও শীঘ্রই সরকারি বিবৃতি দিয়ে দেবে।

জানা যাচ্ছে, বাংলাদেশ সফরে ক্রিকেটারদের সুরক্ষার দিকটা ভেবে দেখছে বোর্ড। কারণ এখন বাংলাদেশে যথেষ্টই অস্থিরতা চলছে। এই পরিস্থিতিতে সে দেশে দল পাঠাতে রাজি নয় বিসিসিআই।

প্রসঙ্গত, ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশে তিনটে ওয়ানডে ও তিনটে টি২০ ম্যাচ খেলার কথা ছিল ভারতের। রিপোর্টে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড খুব তাড়াতাড়ি যৌথভাবে এই বিষয়ে বিবৃতি দিতে পারে। তবে এখনই সিরিজ বাতিল বলা হচ্ছে না। আপাতত তা পিছিয়ে যাচ্ছে। পরে কোনও সময় এই সিরিজ করা যাবে কি না তা নিয়ে আলোচনা হবে দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে।

রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী মাসে সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা নেই। এক ভারতীয় সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে, বিসিবির তরফ থেকে বলা হয়েছে এখন ভারতের সঙ্গে সিরিজ হবে না। তাই টেন্ডার ডাকা হলেও সম্প্রচারের স্বত্ব বিক্রি হয়নি। আপাতত পাকিস্তান সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ বোর্ড। সম্ভবত আগামী সপ্তাহেই সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। 

বাংলাদেশ সিরিজ বাতিল বা পিছিয়ে গেলে কবে হবে তা ঠিক নেই। এরপর ভারতের সীমিত ওভারের সিরিজ রয়েছে অক্টোবরে। ১৯ অক্টোবর থেকে সেই সিরিজ শুরু হবে। তাই রোহিত, বিরাটকে ফের ২২ গজে দেখার জন্য অন্তত তিন মাস অপেক্ষা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়