শিরোনাম
◈ প্রিজন ভ্যানে ফিরতি পথে হোটেলে ৫০ মিনিট ‘গোপন বৈঠক’: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে নতুন বিতর্ক ◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস

স্পোর্টস ডেস্ক : গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের আরও এক ফুটবলার। বৃহস্পতিবার এক বিবৃতিতে মুহান্নাদ আল-লিলি নামের এই ফুটবলারের মৃত্যুর খরব নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। -- অলআউট স্পোর্টস

বিবৃতিতে জানানো হয়, গত সোমবার সেন্ট্রাল গাজার আল-মাঘাজি শরণার্থীশিবিরে নিজের বাসায় ইসরায়েলি মিসাইল হামলায় আহত হন মুহান্নাদ। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত দেশটির ৫৮৫ জন ক্রীড়াবিদ মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে শুধু ফুটবল অঙ্গনেরই আছে ২৬৫ জন।

স্থানীয় ক্লাব খাদামাত আল-মাঘাজির হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন মুহান্নাদ। ২০১৬–১৭ মৌসুমে দলকে ফিলিস্তিন প্রিমিয়ার লিগে তুলতে ভূমিকা রাখেন তিনি। এরপর মাঘাজি ছেড়ে শাবাব জাবালিয়াতে যোগ দেন তিনি। এ ক্লাবের হয়ে তিনি দুটি মৌসুম খেলেন এবং ২০১৮–১৯ মৌসুমে দলকে লিগে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করতে সহায়তাও করেন।

শাবাবে সাফল্যের গাজা স্পোর্টস ক্লাবে মুহান্নাদ যোগ দেন মুহান্নাদ। কিন্তু লিগামেন্ট চোটের কারণে মাঠের বাইরে চলে যান তিনি। এরপর আবার নিজের শৈশবের ক্লাব আল-মাঘাজিতে ফিরে আসেন তিনি।

ইসরায়েলি আগ্রাসনে একের পর এক ক্রীড়াবিদদের মৃত্যুর পাশাপাশি ক্রীড়া স্থাপনাও ব্যাপকভাবে ধ্বংস হওয়ার কথা উল্লেখ করে ফিলিস্তিন ফেডারেশন জানায়, ক্ষতিগ্রস্থ হওয়া স্থাপনার সংখ্যা এখন ২৬৪টিতে দাঁড়িয়েছে। ১৮৪টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে আছে ফিফার অর্থায়নে নির্মিত ১২টি স্টেডিয়াম। এছাড়া আংশিক ধ্বংস হয়েছে ৮১টি স্থাপনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়