শিরোনাম
◈ প্রিজন ভ্যানে ফিরতি পথে হোটেলে ৫০ মিনিট ‘গোপন বৈঠক’: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে নতুন বিতর্ক ◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌জতার এভা‌বে চলে যাওয়া মে‌নে নি‌তে পারছেন না ক্রিশ্চিয়া‌নো রোনালদো

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো ও দিয়োগো জতা পর্তুগালের হয়ে গত মাসেই স্পেনকে হারিয়ে একসঙ্গে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছিলেন। 

এর এক মাস না পেরুতেই গাড়ি দুর্ঘটনায় পরপারে পাড়ি জমিয়েছেন জতা। সতীর্থের এই অকাল প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না রোনালদো। এছাড়াও শোকে স্তব্ধ হয়ে গেছে জতার ক্লাব লিভারপুল। -- অলআউট স্পোর্টস

স্পেনের সামোরা প্রদেশের সেরনাদিয়া অঞ্চলে বুধবার মধ্যরাতের পর গাড়ি দুর্ঘটনায় ছোট ভাই আন্দ্রে সিলভাসহ মারা যান জতা। তার বয়স হয়েছিল ২৮ বছর। গত ২২ জুন দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জতা। তাদের সংসারে তিনজন সন্তান রয়েছে।

জতার মৃত্যুর সংবাদের পর সামাজিক যোগাযোগ মধ্যমে শোকগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রোনালদো লেখেন, এটার কোনো মানে হয় না। আমরা কয়েকদিন আগেই জাতীয় দলে একসঙ্গে ছিলাম। তুমি মাত্রই বিয়ে করলে। তোমার পরিবার, তোমার স্ত্রী ও তোমার সন্তানদের আমার সমবেদনা জানাচ্ছি। আমি জানি তুমি তাদের সঙ্গে থাকবে। শান্তিতে থেকো দিয়োগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।”

২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জতা। অলরেডদের হয়ে এই ফরোয়ার্ড জিতেছিলেন চারটি শিরোপা। অবদান রেখেছিলেন গত মৌসুমের দলের প্রিমিয়ার লিগ জয়েও। দলটির হয়ে সব প্রতিযোগিতায় মিলিয়ে ১৮২ ম্যাচে তিনি ৬৫টি গোল করেছেন।

ক্লাবের তরফ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “দিয়োগো জটার মর্মান্তিক মৃত্যুতে লিভারপুল ফুটবল ক্লাব স্তব্ধ।

দিয়োগো ও আন্দ্রের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ এবং ক্লাব স্টাফদের গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। কারণ তারা একটি অকল্পনীয় ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তাদের প্রতি আমরা পূর্ণ সমর্থন অব্যাহত রাখব।”

সাবেক শিষ্যর বিদায় মেনে নিতে পারছেন না ইয়ুর্গেন ক্লপও। ইনস্টাগ্রামে লিভারপুলের সাবেক এই কোচ লেখেন, “দিয়োগো ও তার ভাই আন্দ্রের মৃত্যুতে আমি মর্মাহত। দিয়োগো শুধু একজন দুর্দান্ত খেলোয়াড়ই ছিল না, অসাধারণ বন্ধু, যত্নশীল স্বামী ও বাবাও ছিল! আমরা তোমাকে অনেক মিস করব!”

জতার মৃত্যু শোক জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্তেনেগ্রো, টেনিস তারকা রাফায়েল নাদাল, বাস্কেটবল তারকা লেব্রন জেমসসহ বিশ্বের বিভিন্ন ফুটবল ক্লাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়