বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। প্রায়ই অভিনেত্রী নানা বিষয় নিয়ে নেটিজেনদের মাঝে তার মতামত প্রকাশ করে থাকেন। এ নিয়ে বেশ আলোচনায় থাকেন তিনি।
সম্প্রতি এ অভিনেত্রীর নামে ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজের মতামত শেয়ার করে নিয়েছেন শবনম ফারিয়া। যদিও ছবিগুলো অভিনেত্রীর নিজের নয় বলেই জানিয়েছে ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার।
সম্প্রতি শবনম ফারিয়ার নতুন একটি বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। সেখানে তাকে দেখা গেছে, সুইমিংপুলে চোখে সানগ্লাস, ছোট পোশাকে দাঁড়ানো অভিনেত্রী। তবে এটি মূলত এডিট করা একটি ছবি। যেখানে অন্য নারীর শরীরে শবনম ফারিয়ার মুখ এডিট করে বসানো হয়েছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ফেসবুকে সেই ছবি দিয়ে একটি পোস্ট করেছেন শবনম ফারিয়া।
সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—ভাই এডিট (সম্পাদনা) করে ছবি দে, সমস্যা নাই! কিন্তু জাতের কারও ছবি দিয়ে দে। যার সঙ্গে গায়ের রং মেলে না, হাইট মেলে না, আবার শরীরে ট্যাটু করা, এদের ছবিতে এডিট করবি কেন?
এখানেই শেষ নয়, শবনম ফারিয়া যে ছবি শেয়ার করেছেন, সেই নারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও ক্যাপশনে যুক্ত করেছেন।
ফারিয়া এ পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভক্ত-অনুরাগীরা নানান ধরনের মন্তব্য করছেন। সোনিয়া রহমান নামে এক অনুরাগী লিখেছেন—আপু কিছু ফালতু লোকের এসব কাজ দেখে আপনার মন খারাপ করার কিছু নেই। যারা খারাপ লোক তারা এসব কাজ করবেই। আপনি কোন ধরনের পোশাক-আশাক পরেন সেটি মানুষ জানে। যারা আপনাকে ভালোবাসে তারা আসলেই আপনাকে ফলো করে। এটি নিয়ে মন খারাপ করার কিছু নেই বলে জানান সোনিয়া।
মোহাম্মদ রায়হান ইসলাম রিয়াদ নামের আরেক অনুরাগী লিখেছেন— সব কিছু ধরতে হয় না। এসব খারাপ এবং নিকৃষ্ট মানুষের কাজ। এসব অনেক বড় গুনাহর কাজ, যে খারাপ কাজটি করছে, তার কপাল তিনি নিজে ইচ্ছে করে নষ্ট করছে। এসব খারাপ কাজ করে কেউ কখনো বড় হতে পারেনি, কেউ সম্মানীয় হতে পারেনি।