শিরোনাম
◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী ◈ যা ঘটেছিল সেদিন, বর্ণনা দিলেন সেই এইচএসসি পরীক্ষার্থী ◈ পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড, পুলিশের সঙ্গে হাতাহাতি ◈ বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা ◈ সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন ◈ বাংলা‌দে‌শে রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার ধু‌য়ো তু‌লে আগ‌স্টে সফ‌রে আস‌ছে না ভারতীয় ক্রিকেট দল ◈ একযোগে ১৫ নেতাকে অব্যাহতি দিল ছাত্রদল ◈ পাকিস্তান চীনের ‘জীবন্ত পরীক্ষাগার’, ৮১% সামরিক সরঞ্জাম চীনা: দাবি ভারতের জেনারেল রাহুল সিংয়ের ◈ ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান, নিরাপদ থাকতে যা করতে হবে

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা মাইদুলসহ গ্রেফতার ৪, বিএনপির অস্বীকৃতি

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়ার পর ওই দুইজনকে থানায় নেওয়া হলে রাতে পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে তাদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাটগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম মানিকসহ চারজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার অন্য তিনজন হলেন—পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম, বিএনপি কর্মী আব্দুর রশিদ ও নৈশপ্রহরী আবুল কালাম।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর আগে বুধবার বিকেলে পাথরবাহী একটি ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেয়। পরে রাতেই একদল দুর্বৃত্ত পাটগ্রাম থানায় হামলা চালিয়ে কারাদণ্ডপ্রাপ্তদের ছিনিয়ে নেয়। হামলার সময় থানার আসবাবপত্র ভাঙচুর ও ব্যাপক তাণ্ডব চালানো হয়।

২৭ জন সনাক্ত, মামলায় এক হাজারের বেশি
ঘটনার পরদিন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ঘটনাস্থল পরিদর্শন করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ২৭ জনকে সনাক্ত করে নামীয় আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলাও করে পুলিশ। বর্তমানে পাটগ্রাম জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপির সংবাদ সম্মেলনে প্রতিবাদ
ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর শুক্রবার দুপুরে পাটগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

তিনি বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক দল। পাটগ্রামের এই ঘটনাটি মূলত ইজারাদার ও প্রশাসনের মধ্যকার একটি বিষয়, যার সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই।”

তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপিকে দায়ী করে যে মন্তব্য করেছেন, তা উদ্দেশ্যমূলক ও দুঃখজনক। দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে বিএনপি অতীতেও দায় নেয়নি, ভবিষ্যতেও নেবে না। বরং তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

তদন্ত কমিটি গঠন
বিএনপি নেতা রাজীব প্রধান জানান, “যদি বিএনপির কোনো ব্যক্তি এতে জড়িত থাকেন, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে দলীয়ভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমানুল হক, সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম পাটোয়ারী সাজু, যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমানসহ অন্যান্য নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়