স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে ভালো ফর্মে থাকা বাংলাদেশি খেলোয়াড়রা সর্বশেষ আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিং-এ বড় লাফ দিয়েছে।
নেপালে চলমান টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত এখনো পর্যন্ত। আর তাতে বছরের মাঝামাঝি সময়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়ার দ্বারপ্রান্তে আছে। --- ডেইলি ক্রিকেট
ওপেনার শারমিন আক্তার সুপ্তা নেতৃত্ব দিয়েছেন, চার ইনিংসে ১৫৬ রান করে ইভেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ডানহাতি।
সুপ্তা যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ফিফটি হাঁকিয়েছেন এবং র্যাঙ্কিংয়ে ২২ ধাপ উন্নতি করে ৩৫তম অবস্থানে আছেন।
আরেক ব্যাটার সোবহানা মোস্তারি তার ধারাবাহিক পারফরম্যান্সের পর র্যাঙ্কিংয়ে ১১ ধাপ উঠে ৫২তম স্থানে অবস্থান করছেন।
টি-টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়েও বাংলাদেশের ভালো খবর আছে। স্পিনার রাবেয়া খান প্রথম ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে এক ধাপ উন্নতি করে ১৪তম স্থানে পৌঁছেছেন। ফাহিমা খাতুনও ৬ ধাপ এগিয়ে ৩০তম স্থানে অবস্থান করছেন।
বাংলাদেশ নারী দল বুধবার (২৮ জানুয়ারি) থাইল্যান্ডের বিপক্ষে নেপালের মুলপানিতে সুপার সিক্সের ম্যাচ খেলবে।
এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) স্কটল্যান্ডের সঙ্গে কির্তিপুরে ম্যাচ। শেষ সুপার সিক্স ম্যাচে তারা রোববার (১ ফেব্রুয়ারি) নেদারল্যান্ডসের বিরুদ্ধে মুলপানিতে খেলবে।
সুপার সিক্সের শীর্ষ চার দল আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠে যাবে, যেখানে ইতিমধ্যেই আটটি দল নিজেদের জাইয়গা নিশ্চিত করেছে।