শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে আলকারাজ

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২৭ জানুয়া‌রি) প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা আলকারাজ, যেখানে তার সামনে অপেক্ষা করছে শক্ত প্রতিদ্বন্দ্বী আলেক্সান্ডার জভেরেভ।

রড লেভার অ্যারেনায় ঘরের ছেলে অ্যালেক্স ডি মিনাউরকে ৭-৫, ৬-২, ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ চারে ওঠেন ২২ বছর বয়সী আলকারাজ। স্বাগতিক সমর্থকদের গর্জনও থামাতে পারেনি তার আগ্রাসী ও পরিণত টেনিস।

এবারের আসরে এখনো পর্যন্ত একটি সেটও হারাননি আলকারাজ। ক্রমেই যেন ছুটে চলেছেন নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপার দিকে। ম্যাচ শেষে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, "প্রতিটা ম্যাচেই যেভাবে খেলছি, তাতে আমি সত্যিই খুশি। প্রতিটি রাউন্ডে আমার মান আরও বাড়ছে। আজ আমি দারুণ স্বচ্ছন্দ ছিলাম, এমন টেনিস খেলেছি যা নিয়ে আমি গর্বিত।

এর আগে চারবার মেলবোর্নে খেলেও কোয়ার্টার-ফাইনালের বেশি যেতে পারেননি আলকারাজ। অথচ অস্ট্রেলিয়ান ওপেনই একমাত্র গ্র্যান্ড স্লাম, যেটি এখনো তার ট্রফি ক্যাবিনেটে নেই।

রোববারের ফাইনাল জিততে পারলে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখবেন তিনি। সেমিফাইনালে জ়ভেরেভকে হারিয়ে ফাইনালে জয় পেলে চারটি গ্র্যান্ড স্লাম জেতা সর্বকনিষ্ঠ পুরুষ টেনিস খেলোয়াড় হবেন আলকারাজ, ভেঙে যাবে স্বদেশি কিংবদন্তি রাফায়েল নাদালের রেকর্ড। নাদাল এই কীর্তি গড়েছিলেন ২৪ বছর বয়সে।

ম্যাচের শুরুতেই ঝড় তুলেছিলেন শীর্ষবাছাই আলকারাজ। প্রথম সেটে ৩-০ লিড নেওয়ার পর ডি মিনাউর সমতায় ফিরলেও শেষ পর্যন্ত তীব্রতা বাড়িয়ে ৫-৫ থেকে টানা দুই গেম জিতে সেট নিজের করে নেন স্প্যানিয়ার্ড। সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপে ভুগতে হয় অস্ট্রেলিয়ান তারকাকে।

এরপর আর কোনো ভুল করেননি আলকারাজ। ৪৪ মিনিটে দ্বিতীয় সেট জিতে নিয়ে তৃতীয় সেটে আরও এক ধাপ গতি বাড়ান তিনি। মাত্র ২০ মিনিটের মধ্যেই ৩-০ লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নেন এবং পঞ্চম এসের মাধ্যমে নির্মম জয় নিশ্চিত করেন।

অন্যদিকে, দিনের শুরুতে জার্মান তৃতীয় বাছাই আলেক্সান্ডার জ়ভেরেভ ২৪টি এস হাঁকিয়ে যুক্তরাষ্ট্রের লার্নার টিয়েনকে ৬-৩, ৬-৭ (৫/৭), ৬-১, ৭-৬ (৭/৩) ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন।

জ়ভেরেভকে নিয়ে সতর্ক আলকারাজ বললেন, "পুরো টুর্নামেন্টজুড়েই ওকে দেখছি। খুব আক্রমণাত্মক টেনিস খেলছে। আমাকে শুধু নয়, আমার পুরো দলকেই প্রস্তুত থাকতে হবে। কৌশলগতভাবে নিখুঁত খেলতে হবে, দারুণ একটা লড়াই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়