শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ কেনো ভারতের বাইরে খেলতে পারবে না, আইসিসির কাছে কোনো ব্যাখ্যা আছে বলে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। সেই সাথে তিনি যোগ করেছেন, ভারত পারলে বাংলাদেশ কেনো নয়?

ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কায় খেলার জন্য আইসিসির কাছে মেইল করেছিল তারা। তবে বিসিবির দাবি নাকচ করে দিয়ে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়েছে। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার এমন সিদ্ধান্তের পর দ্বিমুখী নীতি নিয়ে সমালোচনা করছেন অনেকেই। এবার সেই কাতারে যোগ দিলেন গিলেস্পি। ---- ডেই‌লি ক্রিকেট

২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বিসিসিআই। যার ফলে আইসিসি তাদের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করে। গিলেস্পি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের বেলায় কেনো আইসিসির দ্বিমুখী নীতি?

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গিলেস্পি লিখেছেন, ‘বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না, আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে? আমার যত দূর মনে পড়ে, ভারত পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে রাজি হয়নি এবং তাদের সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে দেওয়া হয়েছিল। তাহলে এখন বিষয়টি কীভাবে যুক্তিযুক্ত হয়?’

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রোডসও বাংলাদেশের বিশ্বকাপে না থাকা নিয়ে মন্তব্য করেছেন। গতকাল (শনিবার) ভারতে এক অনুষ্ঠানে তিনি এ–সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা সব সময় ভাবি খেলাধুলা থেকে রাজনীতি আলাদা রাখব, কিন্তু দুঃখজনকভাবে রাজনীতি আর খেলাধুলাকে পুরোপুরি আলাদা করা যায় না।

টানাপোড়েনের শুরু বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ায়। মূলত উগ্রবাদী কিছু গোষ্ঠীর হুমকির কারণে মুস্তাফিজকে নিয়ে এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। 

তবে বিষয়টিকে ভালোভাবে নিতে পারেনি বিসিবি। প্রতিক্রিয়া হিসেবে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় তারা। শুধু তাই নয়, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়