শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০২:৪৯ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চার ম্যাচ পর জিতলো ম্যানচেস্টার সি‌টি, লিভারপুল হার‌লো

স্পোর্টস ডেস্ক :  ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে টানা চার ম্যাচ ড্রয়ের পর এবার হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। শনিবার ঘরের মাঠে পয়েন্ট তালিকার তলানির দল উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারায় সিটি।

লিগে আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর চ্যাম্পিয়নস লিগে শক্তিমত্তায় অনেক পিছিয়ে থাকা নরওয়ের ক্লাব বোদো/গ্লিমটের কাছে হারের ক্ষত নিয়ে এদিন মাঠে নামা সিটিকে ষষ্ঠ মিনিটে এগিয়ে দেন ওমার মারমুশ। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অ্যান্টোয়ান সেমেনিও। --- অলআউট স্পোর্টস

২৩ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গুয়ার্দিওলার দল। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে। অন্য ম্যাচে বোর্নমাউথের মাঠে অন্তিম মুহূর্তে গোল হজম করে ৩-২ ব্যবধানে হারে লিভারপুল।

৩৩ মিনিটের ভেতর দুই গোল হজম করার পর বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে এক গোল শোধ দেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ৮০তম মিনিটে মোহাম্মদ সালাহর সহায়তায় লিভারপুলকে সমতায় ফেরান দমিনিক সোবোসলাই।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জয়সূচক গোল করে স্বাগতিকদের উল্লাসে মাতান বোর্নমাউথের মরক্কোর ফরোয়ার্ড আমিন আদলি।

২৩ ম্যাচে ১০ জয় ও ৬ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ স্থানে আছে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে আর্নে স্লটের দল পিছিয়ে আছে ১৪ পয়েন্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়