শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তা‌ফিজ ইস্যুতে মদন লাল: ভার‌তের ক্রিকে‌টে কেন রাজনীতি ঢুকছ?

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। তবে এই খেলার মাঠেও প্রবেশ করেছে রাজনীতি। যার আঁচ লাগলো মুস্তাফিজের রহমানের গায়ে। আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ টাকায় বিক্রি হওয়া টাইগার এ পেসারকে বিসিসিআইয়ের নির্দেশে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনায় বিস্মিত ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল।

গত কিছুদিন ধরেই মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে তৈরী হয়েছিল শঙ্কা। টাইগার এ পেসার যাতে আইপিএলে খেলতে না পারে সেই হুমকি দিয়ে আসছিল ভারতের বিভিন্ন সংগঠন। এমনকি স্টেডিয়ামে ভাঙচুর চালানোরও হুমকি দেওয়া হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজকে বাদ দিয়েছে কলকাতা। -----  ডেই‌লি ক্রিকেট

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ক্ষোভ ঝেড়েছেন মদন লাল। ‘ইন্ডিয়া টুডে’র সাথে কথা বলতে গিয়ে তিনি খেলাধুলার ভেতরে রাজনীতির এই অনধিকার প্রবেশকে মোটেও ভালো চোখে দেখছেন না।

মদন লাল সোজাসাপ্টা বলেছেন, ‘বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ, তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারও নেই। এমনকি শাহরুখ খানেরও না; কিন্তু খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকছে? আমি জানি না ক্রিকেট কোন দিকে যাচ্ছে।’

ওপর মহল থেকে চাপের কারণে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করেন মদন লাল। মুস্তাফিজকে পরিস্থিতির শিকার হতে হয়েছে বলে মনে করেন তিনি।

মদন লাল বলেন, ‘নিশ্চয়ই ওপর মহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মাঝখানে টেনে আনা হচ্ছে? এখানে শাহরুখ খানের দোষ কোথায়? নিলামে তো একটা কমিটি বসে খেলোয়াড় নির্বাচন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়