স্পোর্টস ডেস্ক : দারুণ খেলেছে অ্যাস্টন ভিলা। নতুন বছরের শুরুটা জয়ের আনন্দে রাঙাল দলটি। প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টকে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে দুইয়ে উঠল এমিলিয়ানো মার্তিনেসদের দল।
ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের বিপক্ষে অ্যাস্টন ভিলার জয় ৩-১ গোলের। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক জন ম্যাকগিন। ---- টি স্পোর্টস
২০ ম্যাচে ৪২ পয়েন্ট অ্যাস্টন ভিলার। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আর্সেনাল।
ভিলা পার্কে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে দেন ওলি ওয়াটকিনস। ক্লাবের হয়ে ২৫০তম ম্যাচে ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। সবশেষ তিন ম্যাচে এটি তার চতুর্থ গোল।
বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাকগিন। বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশে গোল করেন স্কটল্যান্ডের এই মিডফিল্ডার।
৬১ মিনিটে মরগান গিবস-হোয়াইটের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নটিংহাম ফরেস্ট। তবে শেষ পর্যন্ত ম্যাচে আর ফিরেB আসতে পারেনি অতিথিরা। রক্ষণভাগের ভুলে উল্টো গোল হজম করতে হয়।
৭৩ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে ফাঁকা জালে বল পাঠান ম্যাকগিন। প্রিমিয়ার লিগে এটি ছিল তার প্রথম জোড়া গোল। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড ধরে রাখল অ্যাস্টন ভিলা, যা ক্লাবটির ইতিহাসে গত ৩৬ বছরের মধ্যে সেরা সাফল্য।
অন্য দিকে নটিংহাম ফরেস্টের দুর্দশা কাটছেই না। টানা চার ম্যাচে হারের পর লিগে টিকে থাকার লড়াইয়ের চাপে পড়েছে দলটি।