শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌্যাস্টন ভিলা বড় জ‌য়ে ম্যান সিটিকে টপকে গে‌লো

স্পোর্টস ডেস্ক : দারুণ খে‌লে‌ছে অ‌্যাস্টন ভিলা। নতুন বছরের শুরুটা জয়ের আনন্দে রাঙাল দল‌টি। প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টকে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে দুইয়ে উঠল এমিলিয়ানো মার্তিনেসদের দল।

ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের বিপক্ষে অ্যাস্টন ভিলার জয় ৩-১ গোলের। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক জন ম্যাকগিন। ---- টি স্পোর্টস

২০ ম্যাচে ৪২ পয়েন্ট অ্যাস্টন ভিলার। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আর্সেনাল।

ভিলা পার্কে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে দেন ওলি ওয়াটকিনস। ক্লাবের হয়ে ২৫০তম ম্যাচে ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। সবশেষ তিন ম্যাচে এটি তার চতুর্থ গোল।

বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাকগিন। বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশে গোল করেন স্কটল্যান্ডের এই মিডফিল্ডার।

৬১ মিনিটে মরগান গিবস-হোয়াইটের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নটিংহাম ফরেস্ট। তবে শেষ পর্যন্ত ম্যাচে আর ফিরেB আসতে পারেনি অতিথিরা। রক্ষণভাগের ভুলে উল্টো গোল হজম করতে হয়।

৭৩ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে ফাঁকা জালে বল পাঠান ম্যাকগিন। প্রিমিয়ার লিগে এটি ছিল তার প্রথম জোড়া গোল। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড ধরে রাখল অ্যাস্টন ভিলা, যা ক্লাবটির ইতিহাসে গত ৩৬ বছরের মধ্যে সেরা সাফল্য।

অন্য দিকে নটিংহাম ফরেস্টের দুর্দশা কাটছেই না। টানা চার ম্যাচে হারের পর লিগে টিকে থাকার লড়াইয়ের চাপে পড়েছে দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়