শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বি‌সি‌সিআইর নি‌র্দেে‌শে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রসঙ্গে যা বললেন বুলবুল

স্পোর্টস ডেস্ক : আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। নিলাম থেকে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে আইপিএলে টাইগার এ পেসারের আর খেলা হচ্ছে না।

নিরাপত্তার কারণ দেখিয়ে স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছে কলকাতা। মূলত বিসিসিআইয়ের নির্দেশেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

বেশ কিছুদিন আগে থেকেই মুস্তাফিজকে বাদ দিতে আন্দোলন করে আসছিল ভারতের বিভিন্ন সংগঠন। স্টেডিয়াম ভাঙচুর করারও হুমকি দিয়েছিল তারা। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও কলকাতাতকে বয়কটের হুমকি দিয়েছিল সংগঠনগুলো। যার ফলে মুস্তাফিজকে বাদ দিলো তারা। যা বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্ককে শঙ্কার মুখে ফেলে দিয়েছে।

মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, 'আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই। আমরা আইসিসির অধীনে ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল। এটুকু তথ্য আমাদের কাছে আছে। এরপর আনুষ্ঠানিক কোন বিবৃতি বা তথ্য আমরা পাইনি। পাওয়ার পরে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব।'

মূলত নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিচ্ছে না ভারত সরকার। কলকাতা জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে।’

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ায় বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়