স্পোর্টস ডেস্ক : ২০২৬ সাল ব্যস্ততার কাটবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এ বছরে ঘরের মাটিতে ৫টি সিরিজ খেলবে টাইগাররা। দীর্ঘদিন পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। চলতি বছরে হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। --- ডেইলি ক্রিকেট
মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মার্চে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ১২, ১৪ ও ১৬ মার্চ হবে সিরিজের তিনটি ওয়ানডে।
এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭, ২০ ও ২৩ এপ্রিল মাঠে গড়াবে তিন ওয়ানডে। এরপর টি-টোয়েন্টি সিরিজগুলোর ম্যাচ হবে ২৭, ২৯ এপ্রিল ও ২ মার্চ।
মে মাসে বাংলাদেশে আসবে পাকিস্তান
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্ট খেলতে মে মাসে বাংলাদেশে আসবে পাকিস্তান। ৮-১২ মে মাঠে গড়াবে প্রথম টেস্ট। এরপর ১৬-২০ মে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
বেশ কয়েক বছর পর বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অজিরা। ৫, ১৮ ও ১১ জুন হবে সিরিজের তিন ওয়ানডে। এরপর ১৫, ১৮ ও ২০ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।
অগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত
চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারত। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। ১, ৩ ও ৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ২২-২৪ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। সিরিজের শেষ টেস্ট ৫-৯ নভেম্বর।