স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া টেস্ট দল দুই ম্যাচ আগেই অ্যাশেজ সিরিজ জিতে ফুরফুরে মেজাজে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দলে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। পেসার জাই রিচার্ডসন ফিরছেন বলে জানা গেছে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে।
অ্যাডিলেড টেস্ট জিতে অ্যাশেজ নিশ্চিত করার পর মেলবোর্ন টেস্টে না খেলার সম্ভাবনাই বেশি অধিনায়ক প্যাট কামিন্সের। সেই জায়গায় রিচার্ডসনের ফেরার সম্ভাবনা বেশি। তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে অনুশীলন করলেও আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে ছিলেন না রিচার্ডসন। সবশেষ ২০২৪ সালের বক্সিং ডে টেস্টে ভারতের ১৫ সদস্যের দলে এই পেসার। একাদশে অবশ্য সুযোগ মেলেনি।
২০১৮-১৯ মৌসুমে টেস্ট অভিষেকের পর তিনটি টেস্ট খেলেছেন রিচার্ডসন। অভিজাত সংস্করণে সবশেষ খেলেছেন ২০২১ সালে। চোটের কারণে ২৯ বছর বয়সী এই পেসারের ক্যারিয়ার বারবার বাধাগ্রস্ত হয়েছে। তিন ম্যাচে তাঁর শিকার ১১ উইকেট।
চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন নাথান লায়ন। তাঁর জায়গায় অফ স্পিনার টড মারফি এগিয়ে আছেন। তবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোরি রকিচিওলিও প্রথমবারের মতো ডাক পেতে পারেন। এ বছর শ্রীলঙ্কা সফরে ভালো করা বাঁহাতি স্পিনার ম্যাট কুনেম্যানও আলোচনায় রয়েছেন।
মেলবোর্ন টেস্টে স্টিভেন স্মিথের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে। ভার্টিগো সমস্যা কাটিয়ে উঠলে তিনি অধিনায়কত্বে ফিরবেন। এ ছাড়া শেষ মুহূর্তে দলে ঢুকে ৮২ রান করা উসমান খাজা একাদশে জায়গা ধরে রাখতে পারেন।