স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার দি মারিয়া ক্যারিয়ারে দ্বিতীয়বার দারুণ এক স্বীকৃতি পেলেন। হলেন বর্ষসেরা ফুটবলার।
লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারেদেসকে পেছনে ফেলে ২০২৫ সালে আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বিশ্বকাপ জয়ী এই অ্যাটাকিং মিডফিল্ডার।
সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে ৩৭ বছর বয়সী দি মারিয়ার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে বিজয়ী নির্ধারণ করা হয়।
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পেলেন দি মারিয়া। প্রথমবার পেয়েছিলেন সেই ২০১৪ সালে।
গত বছর সেরা হয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। টানা সাতবারসহ রেকর্ড ১৬ বার এই পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। চারবারের বেশি নেই আর কারো। এক দশক পর আবার বর্ষসেরা হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান দি মারিয়া।
“এটি আমার দ্বিতীয় (বর্ষসেরার পুরস্কার), আমি কৃতজ্ঞ। সকল আর্জেন্টাইন ক্রীড়াবিদের সঙ্গে এখানে থাকতে পারা দারুণ ব্যাপার, সবার সঙ্গে এখানে থাকতে চেয়েছিলাম আমি। আপনাদের সবাইকে ধন্যবাদ। --- বিডিনিউজ
ইউরোপিয়ান ফুটবলে গৌরবময় অধ্যায় শেষে গত মে মাসে শৈশবের ক্লাব রসারিও সেন্ত্রালে ফেরেন দি মারিয়া। এই বছর দলটির আর্জেন্টিনার শীর্ষ লিগের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে ১৬ ম্যাচে ৭ গোল করেন সাবেক রেয়াল মাদ্রিদ ফুটবলার।
জাতীয় ক্রীড়া ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে বিশেষ এক পুরস্কার দেওয়া হয়েছে কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের মেয়ে দালমা ও জিয়ান্নিনা পুরস্কারটি গ্রহণ করেন।