স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশী আর রেকর্ড যেন সমর্থক শব্দ। আইপিএল, সৈয়দ মুশতাক আলী ট্রফি, যুব ওয়ানডে, যুব টেস্টের পর এবার বিজয় হাজারে ট্রফিতেও সেঞ্চুরি করলেন তরুণ এ ক্রিকেটার। তাতেই গড়েছেন বিশ্ব রেকর্ড।
বুধবার (২৪ ডিসেম্বর) বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের মুখোমুখি হয়েছিল সূর্যবংশীর বিহার। ---- ডেইলি ক্রিকেট
রাঁচিতে হওয়া এই ম্যাচে অরুণাচলের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান ১৪ বছর বয়সী এ ক্রিকেটার। ৩৬ বলে তুলে নেন সেঞ্চুরি, থামেন ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলে।
আর তাতেই গড়েছেন বিশ্ব রেকর্ড। ১৯৮৬ সালে ১৫ বছর ২০৯ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের জহুর এলাহি। তাকে টপকে এই কীর্তির মালিক এখন সূর্যবংশী।
৮৪ বলে খেলা ইনিংসটিতে ১৬ বাউন্ডারির পাশাপাশি ১৫টি ছক্কা মেরেছেন সূর্যবংশী। প্রথম পঞ্চাশ করতে ২৫ বল লেগেছে তার, সেঞ্চুরি পূর্ণ করতে সময় নেন আর মাত্র ১১ বল। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। সব মিলিয়ে চতুর্থ দ্রুততম। ২৯ বলে সেঞ্চুরি করে সবার আগে অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক।
সূর্যবংশীর সামনে সুযোগ ছিল দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেওয়ার। ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ডটি নিজের দখলে রেখেছেন নিউজিল্যান্ডের চ্যাড বোজ। তবে সেটি করতে পারেননি তরুণ এ ক্রিকেটার। ৮৪ বলে থামেন সূর্যবংশী।