স্পোর্টস ডেস্ক : সাত বছর পর বিপিএল খেলতে এসেছেন সন্দ্বীপ লামিচানে। নেপালের তারকা এ স্পিনার এবার খেলবেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। ফ্র্যাঞ্চাইজি এ লিগে খেলতে এসে নিজের দলকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী লামিচানে, জিততে চান শিরোপা।
রাজশাহীর হয়ে এবারের বিপিএল মাতাবেন শাহিবজাদা ফারহান, মোহাম্মদ নেওয়াজ, বিনুরা ফার্নান্দোর মতো বিদেশি ক্রিকেটার। সেই সাথে তাদের দেশি ক্রিকেটাররাও দারুণ। সব মিলিয়ে বেশ গোছানো একটা দল রাজশাহী। যা নিয়ে বেশ সন্তুষ্ট লামিচানে। --- ডেইলি ক্রিকেট
নেপালের তারকা এ স্পিনার বলেন, 'আমাদের দলে যে ধরণের সম্ভাবনা রয়েছে তা অসাধারণ। বিশেষ করে যখন আপনি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন, তখন স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
রাজশাহী ওয়ারিয়র্সে অনেক প্রতিভা আছে। আমি এদের অনেকের সাথেই আগে খেলেছি, তাই তাদের চিনি। আমরা সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য পুরো দল বেশ রোমাঞ্চিত। দলের ভেতরের পরিবেশও এখন খুব ইতিবাচক।
আমাদের টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার, সব জায়গাতেই ভারসাম্য আছে। স্পিনার, ফাস্ট বোলার- সব বিভাগে ভালো খেলোয়াড় আছে। নাজমুল (শান্ত) দলকে নেতৃত্ব দিচ্ছে, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে। বিদেশি খেলোয়াড়দেরও অনেক অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে এটি একটি স্বয়ংসম্পূর্ণ দল এবং সবাই শিরোপার জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।'
৭ বছর আগে সিলেটের হয়ে বিপিএলে খেলেছিলেন লামিচানে। কিন্তু শিরোপা জেতা হয়নি কখনো। তবে এবার নেপালি এ স্পিনারের লক্ষ্য একটাই- শিরোপা জয়। তিনি বলেন, 'লক্ষ্য একটাই, ম্যাচ জেতা। এটিই সবচেয়ে সহজ লক্ষ্য। সেই সাথে দর্শকদের আনন্দ দেয়া এবং দলের জন্য পয়েন্ট অর্জন করা। সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞতা এবং আমরা দল হিসেবে ট্রফি জেতার চেষ্টা করব।
মূলত রাজশাহীর হেড কোচ হান্নান সরকারের চাওয়াতেই দলটির হয়ে খেলতে এসেছেন লামিচানে। নিলামের পর সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে পদ্মা পাড়ের দলটি। বিপিএলে খেলতে এসে হান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন লামিচানে।
তিনি বলেন, আমি নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল দেখছিলাম। তখন তিনি (হান্নান সরকার) আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেন আমি রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিতে চাই কি না। কয়েক মিনিটের মধ্যেই আমরা সবকিছু চূড়ান্ত করে ফেলি। তিনি যেভাবে পুরো বিষয়টি সহজ করেছেন, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।