শীত, ধুলাবালি ও অনিয়মিত যত্নে চুল হয়ে ওঠে রুক্ষ ও প্রাণহীন। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া সমাধান হিসেবে অ্যালোভেরা বেশ কার্যকর।
প্রথমে টাটকা অ্যালোভেরা পাতা কেটে ভেতরের স্বচ্ছ জেল সংগ্রহ করতে হবে। জেলটি ভালোভাবে মিহি করে নেওয়ার পর চুল শুকনো বা হালকা ভেজা অবস্থায় ব্যবহার করা সবচেয়ে ভালো।
শুরুতে মাথার ত্বকে আলতোভাবে জেল লাগিয়ে ম্যাসাজ করতে হবে, এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে। এরপর চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত সমানভাবে অ্যালোভেরা মেখে নিতে হবে, বিশেষ করে যেসব অংশ বেশি রুক্ষ সেখানে একটু বেশি দিতে হবে।
সবশেষে ৩০ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি বা হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুইবার এভাবে ব্যবহার করলে ধীরে ধীরে চুলের রুক্ষতা কমে, চুল হয় নরম ও স্বাভাবিকভাবে উজ্জ্বল।
চুলে বাড়তি পুষ্টি চাইলে অ্যালোভেরার সঙ্গে অল্প নারকেল তেল বা টক দই মিশিয়েও ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত ব্যবহার না করাই ভালো।