শিরোনাম
◈ জনসমাগমে থমকে মহাসড়ক: নারায়ণগঞ্জ অংশে দীর্ঘ যানজট ◈ বিমানবন্দর থেকে পূর্বাচলে পথে তারেক রহমান (সরাসরি) ◈ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফায়ার কার্তুজ-বুলেট ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ ◈ গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন ◈ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তারেক রহমানকে বহনকারী বিমান ◈ ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচন ◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২ ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান

মনিরুল ইসলাম : দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে স্বপরিবারে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অবস্থান করছে। সকাল ১১টার দিকে সেখান থেকে ঢাকার উদ্দেশে আবার উড্ডয়ন করবে।

এদিকে রাজধানীর বসুন্ধরায় ৩০০ ফিট সড়ক (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকাজুড়ে অগণিত মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয়েছে জনসমুদ্র। চারদিকে মানুষের ঢল — দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই।

মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ১৯টি চেয়ার বসানো হয়েছে। মঞ্চের চারপাশে মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন-ঢাকা ফ্লাইটে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় বেলা ১১টা ৫৫ মিনিট।

পশ্চিম ও পূর্বমুখী মহাসড়ক দিয়ে নেতাকর্মীদের মিছিল অব্যাহত রয়েছে; মানুষের স্রোত থামছেই না। বরিশাল, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনে নেতাকর্মীরা রাতেই ঢাকায় পৌঁছেছেন।

বিমানবন্দর, পূর্বাচল, বনানী, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা মিছিল নিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছেন।

স্লোগানে স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। ছোট ছোট মিছিলের সঙ্গে থাকছে ব্যান্ড দলের সঙ্গীত। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সমাগম আরও ঘন হয়ে জনসমুদ্রে রূপ নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়