স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফির ডিজাইন নিয়ে সমালোচনা অনেক দিনের। ট্রফির গঠন দেখে কেউ বলে হারিকেন, কেউবা ফুলদানি। ট্রফি নিয়ে এভাবেই হাস্যরসে মাতেন দর্শকরা।
এবার টনক নড়েছে বিসিবির। বিপিএলের ট্রফিতে আসছে পরিবর্তন। নতুন মৌসুমেই দেখা যাবে নতুন ট্রফি। --- ডেইলি ক্রিকেট
পরিবর্তন কিংবা বদলে ফেলা- এ যেন বিসিবির অলিখিত নিয়ম। তারই ধারাবাহিকতায় আবারও আসছে বিপিএলের লোগোতে পরিবর্তন। বারোতম আসরে নতুন লোগোর কথা চিন্তা করছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থা।
গুঞ্জন ছিল বিপিএলে বাড়তে পারে দলসংখ্যা। অবশেষে সেটাই সত্যি হয়েছে। আগে প্রকাশিত পাঁচ দল থাকছে বিপিএলে। তাদের সাথে নতুন করে যুক্ত হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। অফিশিয়ালি নোয়াখালীর যুক্ত হওয়ার কথা নিশ্চিত করেছে বিসিবি।
৩০ নভেম্বর হবে বিপিএলের নিলাম। নিলামের জন্য আগ্রহ প্রকাশ করেছে পাচশ বিদেশি ক্রিকেটার। সেখান থেকে যাচাই-বাছাই করে ২৫০ জনকে নিলামে রেখেছে বিসিবি।
এখান থেকে যত খুশি তত ক্রিকেটারকে নিতে পারবে দলগুলো। তবে মানতে হবে বাজেট নিয়ে রুলস। দেশিদের মধ্য থেকে কমপক্ষে ১২জন ক্রিকেটারকে নিতে হবে।
আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএল, শেষ ১৬ জানুয়ারি। তবে বরাবরের মতো ঢাকা পর্ব দিয়ে নয়, সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের বিপিএল। তার আগে ১৭ ডিসেম্বর ঢাকায় হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।