শিরোনাম
◈ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরাইল ◈ গণ-অভ্যুত্থানের পর পলাতক ৮১ পুলিশ কর্মকর্তা, ইন্টারপোলের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ এক গাছেই লাখ টাকার ফল, দুই বিঘায় ২০ লাখ টাকা! (ভিডিও) ◈ কী হবে, কে জিতবে আগামী নির্বাচনে? নির্বাচনের ফল নিয়ে অনিশ্চয়তা: ‘সহজ ভেবেছিলাম, কিন্তু ভুল হচ্ছিল’: মাসুদ কামাল ◈ যুক্তরাজ্যে ইহুদি উপাসনালয়ে হামলাকারীর পরিচয় প্রকাশ ◈ ভারতের যে গ্রামে নবীদের কবর রয়েছে! ◈ গাজার দিকে ছুটছে ফ্লোটিলার শেষ জাহাজ; পিছু না হটার ঘোষণা! (ভিডিও) ◈ বিশ্বকাপ বাছাই, দুই ম‌্যা‌চের জন্য দল ঘোষণা ফ্রান্স ও জার্মানির ◈ চল‌ছি‌লো ধর্মীয় উৎসব, গির্জার কাঠামো ধসে ৩৬ জন নিহত ◈ প্রধান উপদেষ্টার কথায় রাজ‌নৈ‌তিক নেতা‌দের ম‌ধ্যে যত বিভ্রান্তি 

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দে‌শের কা‌ছে হারের একাধিক কারণ জানালেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক : ৯ রানে ৬ উইকেট তুলে একটা সময় ম্যাচ জমিয়ে দিয়েছিল আফগানিস্তান। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের বদৌলতে ৪ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজ দল। 

শারজাতে বাংলাদেশের বিপক্ষে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল আফগানিস্তান। ব্যর্থতার পেছনে বেশ কয়েকটি কারণ সামনে এনেছেন আফগান অধিনায়ক রশিদ খান। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রশিদ বলেন, ‘আমি মনে করি শেষটা আরও ভালো হতে পারতো। টি টোয়েন্টিতে মনোযোগ ও মোমেন্টাম হারালেই বিপদ। একবার ম্যাচ থেকে পিছিয়ে পড়লে ফেরাটা কঠিন হয়ে পড়ে।

আফগানিস্তানের সর্বসাক্যুলে সংগ্রহ ছিল ১৫০ রান। আরও ১০-২০ রান বেশি হলে ফল ভিন্ন হতেও পারত বলে মনে করেন রশিদ,‘আমার মনে হয়েছে ১৭০–১৮০ রান করা সম্ভব ছিল। কিন্তু আমরা ভালো শট খেলতে পারিনি।’

কোনো প্রকার এক্সকিউজ না রেখে রশিদ বলেন, ‘আমি মনে করি, প্রথম ১০ ওভারে আমরা ভালো বোলিং করতে পারিনি। আমার মনে হয়েছে এই উইকেটে যত বেশি স্ট্যাম্পে বল করা যায়, তত ভালো ফল আসে। 

বাইরে বল করলে ব্যাটারের জন্য রান তোলা সহজ হয়ে যায়। আমরা সেটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। তবে একবার যখন স্ট্যাম্প ধারাবাহিকভাবে বল করা শুরু করলাম, তখন ফলও পেলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়