স্পোর্টস ডেস্ক: গায়ক আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে লড়বেন। বর্তমানে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর তিনি। বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য লড়তে চান।
আসিফ আকবরকে অনেকেই গায়ক হিসেবে চেনেন। তবে আসিফের আরও একটি পরিচয় আছে। একটা সময় ছিলেন পুরোদস্তুর ক্রিকেটার। নব্বই দশকের শুরুতে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলেছেন আসিফ। কুমিল্লা লিগে স্কুল জীবন থেকেই খেলেছেন তিনি। শুধু খেলেননি, অধিনায়কত্বও করেছেন আসিফ।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আসিফ। সেখান থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার কথা জানিয়েছেন। -- প্রথমআলো
কুমিল্লা থেকে বিসিবি পরিচালক হতে চান আসিফ। নির্বাচনে লড়াই করার কারণও জানিয়েছেন তিনি। কুমিল্লায় খেলা ফেরাতেই তার পরিচালক হতে চাওয়া।
আসিফ বলেছেন, ‘কুমিল্লার খেলাধুলার দারুণ ঐতিহ্য ছিল একসময়। ফুটবল, ক্রিকেট, হকি—সব খেলায় আমাদের দাপট ছিল। অথচ ঢাকার এত কাছের জেলা হয়েও আমরা সব হারিয়েছি। কুমিল্লায় ৬ বছর ধরে ক্রিকেট লিগ হয় না, এটা ভাবা যায়! বিসিবিতে যদি আসতে পারি, সবার আগে আমার লক্ষ্য থাকবে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় নিয়ে যাওয়া, যেন জাতীয় পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব থাকে।
পরিচালক হলে শুধু কুমিল্লা নয়, নোয়াখালী, ফেনী, চাদপুরসহ পুরো চট্টগ্রাম বিভাগেই কাজ করতে চান আসিফ। আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন। তবে যুক্তরাষ্ট্রে শো থাকায় এই মুহুর্তে দেশে আসতে পারছেন না তিনি। যার কারণে যুক্তরাষ্ট্রে বসেই বিসিবি নির্বাচনে লড়তে চান আসিফ।