শিরোনাম
◈ পদ্মা সেতুতে সোমবার থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু ◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ ◈ বিশ্ববাসীর প্রতি ইসরাইলকে শাস্তি দিতে আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর ◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই ◈ দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে: বাবর (ভিডিও) ◈ পেনাল্টিতে ব্যর্থ মেসি, ৩-০ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়া‌মি

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১২ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর

স্পোর্টস ডেস্ক : সকল আ‌লোচনার অবসান ঘ‌টি‌য়ে তা‌রিখ ঘোষণা হ‌লো বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচ‌নের। ক‌য়েক মাস আ‌গে থে‌কে বলা হ‌য়ে‌ছি‌লো অ‌ক্টোব‌রে নির্বাচন। তা‌রিখ জানা‌নো হয়‌নি। এবার তা‌রিখ জানা গে‌লো। আগামী ৪ অ‌ক্টোবর অনু‌ষ্ঠিত হ‌বে বি‌সি‌বির নির্বাচন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে বৈঠক করেছে বিসিবি। প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে ৪ অক্টোবর।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘অক্টোবর মাসে বিসিবির যে নির্বাচনটি হবে, সেটার ব্যাপারে ধাপে ধাপে কিছু প্রক্রিয়া চলছে। আমরা সেটি নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন, তিনজন নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়েছে। তারা দায়িত্বও বুঝে নিয়েছেন। আমাদের কিছু পরিষ্কার ধারণার প্রয়োজন ছিল, সেটি নিয়েই আলোচনা হয়েছে। আমরা আলোচনা করেছি- প্রক্রিয়াটা কেমন হবে, কখন কীভাবে চিঠি যাবে-এসব বিষয় নিয়ে।

একটি সূত্রে জানা গেছে, বিসিবির নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ভোটারদের তালিকা প্রকাশের মাধ্যমেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে ভোটাদের চূড়ান্ত তালিকা জানানো হবে।

২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিক্রি, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদান, ২৬ সেপ্টেম্বর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ২৭ সেপ্টেম্বর আপিল ও শুনানি, ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ রাখা হয়েছে। ৪ অক্টোবর নির্বাচন ও প্রাথমিক ফল প্রকাশ। আনুষ্ঠানিক ফল ঘোষণা ৫ অ‌ক্টোবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়