শিরোনাম
◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের ◈ নেপালকে ব্যবহার করে ভার‌তে হামলা চালাতে পারে পা‌কিস্তা‌নের সন্ত্রাসী গোষ্ঠী জইশ ও লস্কর ◈ সা‌কিব আল হাসান ব্যাটে-বলে বিবর্ণ, দুবাইয়ের ৭ উই‌কে‌টে হার

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ১২:৪৭ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের ‌কো‌চের দা‌য়িত্ব থে‌কে স‌রে দাঁড়া‌নোর কারণ জানালেন গ‌্যারী কার্স্টেন

স্পোর্টস ডেস্ক : দুই বছরের চুক্তিতে পাকিস্তানের সীমিত ওভারের দলের হেড কোচের দায়িত্ব পেয়েছিলেন গ্যারি কার্স্টেন। কিন্তু গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের সিরিজের আগে মাত্র ছয় মাসের মাথায় দেশটির দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন বিশ্বকাপজয়ী এই কোচ। এবার দায়িত্ব ছাড়ার কারণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার।

গত বছর এপ্রিলে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের কোচ হিসেবে কার্স্টেনকে দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে টেস্ট দলের কোচ হিসেবে জেসন গিলেস্পির নাম ঘোষণা করা হয়। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কার্স্টেন ছাড়াও দায়িত্ব ছাড়েন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারও। -- অলআউট স্পোর্টস

কার্স্টেনের অধীনে ২০২৪ সালে কেবল টি-টুয়েন্টিতেই খেলেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য পাকিস্তানের সীমিত ওভারের দল ঘোষণার পর গত বছর ২৮ অক্টোবর পদত্যাগ করেন কার্স্টেন। মূলত নতুন নির্বাচক কমিটি দায়িত্ব নেওয়ার পর দল নির্বাচনী প্রক্রিয়া থেকে দুই কোচকেই সরিয়ে নিয়েছিল পিসিবি। এ কারণেই নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান কার্স্টেন। তবে বিষয়টি নিয়ে তখন কিছুই বলেননি ভারতকে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতানো এই কোচ।

সম্প্রতি উইজডেন ক্রিকেট প্যাট্রিয়ন পডকাস্টে কার্স্টেন জানান, কোচ হিসেবে কর্তৃত্ব না থাকায় তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

“কয়েকটা মাস ছিল বেশ অস্থির। আমি খুব দ্রুত বুঝতে পেরেছিলাম যে, (কোচ হিসেবে) আমার খুব বেশি প্রভাব থাকবে না। যখন আমাকে দল নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং দল গঠন করতে পারিনি, তখন কোচ হিসেবে দলের ওপর কোনো ধরনের ইতিবাচক প্রভাব রাখা আমার জন্য খুব কঠিন হয়ে পড়েছিল।”

তবে প্রস্তাব পেলে আবারও পাকিস্তানের দায়িত্ব নিতে চাওয়ার আগ্রহের কথা জানান কার্স্টেন। তবে এজন্য কিছু শর্তও দিয়েছেন তিনি।

মঙ্গলবার যদি আমাকে পাকিস্তানে আবার আমন্ত্রণ জানানো হয়, আমি যাব। তবে খেলোয়াড়দের জন্য এবং সঠিক পরিস্থিতিতে যেতে চাই। ক্রিকেট দলগুলোকে ক্রিকেটের লোকদের দিয়ে চালাতে হবে।

অন্যান্য বিষয় নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার এখন অনেক বয়স হয়ে গেছে। আমি কেবল একটি ক্রিকেট দলকে কোচিং করতে চাই, খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই। আমি পাকিস্তানের খেলোয়াড়দের পছন্দ করি, তারা চমৎকার ছেলে। তাদের সঙ্গে আমি খুব কম সময় পেয়েছি।

বর্তমানে পাকিস্তানের সাদা বলের হেড কোচের দায়িত্বে আছেন নিউ জিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়