শিরোনাম
◈ যে ১০ তথ্য এআই চ্যাটবটকে কখনো দেবেন না ◈ চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ◈ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ◈ তিয়ানজিনে শি-মোদি বৈঠক: প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী অংশীদার চীন-ভারত ◈ নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি ◈ উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, যা বললেন হাসনাত ◈ গাজার আকাশে ড্রোনের ভোঁ ভোঁ শব্দকে গান বানালেন সংগীতশিক্ষক, দুঃসহ যন্ত্রণাকে রূপ দিলেন প্রতিবাদের ভাষায় (ভিডিও) ◈ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হঠাৎ আক্রমণাত্মক ছাত্রদল, রাকসু কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা ◈ যে যে আয়ের কর দিতে হবে সরকারি–বেসরকারি চাকরিজীবীদের, দেখুন তালিকা

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ১২:৪৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভুটান থে‌কে ফি‌রে জাতীয় দলের ক্যাম্পে যোগ দি‌লেন ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা

নিজস্ব প্রতি‌বেদক : দারুণ পারফর্ম ক‌রে‌ছেন তারা, ভুটা‌নে দর্শক‌দের মন জয় ক‌রে‌ছেন, ভুটানের নারী লিগে খেলার পর দে‌শে ফি‌রে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন তিন ফুটবলার—ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা।  

সোমবার (১৬ জুন) সকালে থিম্পু থেকে ঢাকায় এসে সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন তারা। এর আগে জর্ডানে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ভুটান থেকে সরাসরি জর্ডান যান পাঁচ ফুটবলার। সিরিজ শেষ করে দলের সঙ্গে ঢাকায় ফেরেন রূপনা চাকমা।

তবে টিকিট সমস্যার কারণে শামসুন্নাহার সিনিয়র এখনও ফিরতে পারেননি। ফলে জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে শুরু হওয়া এশিয়ান কাপ বাছাইয়ের আগে তার দেশে অনুশীলনের সুযোগ থাকছে মাত্র ৩–৪ দিন।

ভুটানের লিগে বর্তমানে বাংলাদেশ থেকে মোট ১০ জন নারী ফুটবলার খেলছেন। বাফুফের সঙ্গে তাদের আনুষ্ঠানিক চুক্তি থাকলেও, তারা ভুটানে অবস্থানকালে মাসিক আর্থিক সুবিধা পাচ্ছেন না। তবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলে সেই সময়ের জন্য বেতন ও সম্মানী পাবেন। ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়া পাঁচ ফুটবলার পাবেন ম্যাচ ফি ও ক্যাম্পভিত্তিক সম্মানী।

এদিকে মিয়ানমারে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। এই গ্রুপ থেকে শীর্ষে থাকলে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়