শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ১০:৩৫ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেনস্ট্রোকের আগাম বার্তা: এই ৭টি লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন!

ব্রেনস্ট্রোক—একটি প্রাণঘাতী রোগ, যা হঠাৎ করেই কেড়ে নিতে পারে প্রাণ। আর যারা বেঁচে ফিরেন, তাদের অনেকের জীবন হয় দুর্বিষহ—কারো প্যারালাইসিস, কারো দৃষ্টিশক্তি হানি, আবার কেউ কথা বলার ক্ষমতা হারান। তবে আশার কথা হলো, ব্রেনস্ট্রোক হওয়ার ১ থেকে ২ মাস আগেই শরীর কিছু সতর্কবার্তা দেয়, যেগুলো বুঝতে পারলে সময়মতো চিকিৎসা নিয়ে জীবন বাঁচানো সম্ভব।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, নিচের ৭টি লক্ষণ যদি শরীরে একাধিকবার দেখা যায়, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

১. দৃষ্টিশক্তির হঠাৎ অবনতি: হঠাৎ করে ঝাপসা দেখা, চোখের সামনে অন্ধকার নেমে আসা বা দ্বৈতভাবে দেখা—এমন সমস্যা চোখের নয়, হতে পারে ব্রেনের নার্ভ-সংক্রান্ত সংকেত। আগে পড়তে যে লেখা স্বাভাবিকভাবে পারতেন, এখন চোখে জোর দিয়ে পড়তে হচ্ছে—এমন পরিবর্তন উপেক্ষা করবেন না।

২. অতিরিক্ত ক্লান্তি ও কাজের আগ্রহ কমে যাওয়া: শরীর চায় বিশ্রাম, মন চায় বিছানা। কাজ করতে ইচ্ছা করছে না, এমন অবস্থা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে এটিও হতে পারে স্ট্রোকের পূর্বাভাস।

৩. হাত-পায়ে ঝিনঝিনি ও অবসভাব: হাত বা পা হঠাৎ ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া, জিনিস ধরতে গিয়ে পড়ে যাওয়া, বা হঠাৎ পা তুলতে না পারা—এগুলোও ব্রেন স্ট্রোকের আগাম সতর্কতা হতে পারে।

৪. হঠাৎ তীব্র মাথাব্যথা: আগে কখনো না হওয়া তীব্র মাথাব্যথা যদি বারবার হয়, বিশেষ করে পেন কিলার না খেলে সহ্য করা যায় না—এটি হতে পারে ব্রেনের রক্তনালিতে সমস্যা হওয়ার ইঙ্গিত।

৫. রক্তচাপের হঠাৎ ওঠানামা: আপনার রক্তচাপ স্বাভাবিক থাকলেও হঠাৎ হাই হয়ে আবার নরমাল হয়ে যাওয়া—এ ধরণের ওঠানামা হলে সতর্ক হোন। এটি স্ট্রোকের গুরুত্বপূর্ণ পূর্বাভাস।

৬. ঘুমের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া: রাতে ৮-৯ ঘণ্টা ঘুমিয়েও যদি সকালে ক্লান্ত লাগে বা দিনে হঠাৎ ঘুমিয়ে পড়েন, তবে এটি ব্রেনের কার্যকারিতার সমস্যা নির্দেশ করতে পারে।

৭. ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরলের হঠাৎ বৃদ্ধি: সম্প্রতি করা রক্ত পরীক্ষায় যদি দেখা যায় আপনার কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড অনেক বেড়ে গেছে—এটি ব্রেনের রক্তনালিতে চর্বি জমে যাওয়ার ইঙ্গিত হতে পারে।

বিশেষ পরামর্শ: এই লক্ষণগুলোর যেকোনো দুটি বা ততোধিক যদি আপনার মধ্যে দেখা দেয়, কিংবা ঘন ঘন একটি লক্ষণও অনুভব করেন, তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। সময়মতো পদক্ষেপ নিতে পারলে এই প্রাণঘাতী রোগ থেকে নিজেকেও বাঁচানো সম্ভব, আবার প্রিয়জনদেরও।

উৎস:

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়