শিরোনাম
◈ বাংলাদেশের ইলিশ আসবে পূজার আগেই, আশায় বুক বেঁধেছে পশ্চিমবঙ্গের মানুষ ◈ ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন ◈ এশিয়ান কাপ বাছাইয়ে ইনজু‌রি টাই‌মে ই‌য়ে‌মে‌নের কা‌ছে পরা‌জিত বাংলাদেশ ◈ নেপালের বিরু‌দ্ধে জয় পে‌লো না বাংলা‌দেশ, গোলশূন্য ড্র   ◈ প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ◈ চাঁদপুরে অ্যাম্বুলেন্সে ভারসাম্যহানী নারী ধর্ষণ, চালক আটক ◈ জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত : আতিকুর রহমান রুমন ◈ ওভার-স্টে বিদেশিদের জন্য নতুন জরিমানা নীতি চালু করছে মালয়েশিয়া, অক্টোবর থেকে কার্যকর ◈ ব্যাংকের মূলধন ১০ শতাংশের কম হলে কর্মকর্তারা বোনাস পাবেন না: গভর্নর আহসান এইচ মনসুর ◈ চার দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীরা, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ১২:৪৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভুটান থে‌কে ফি‌রে জাতীয় দলের ক্যাম্পে যোগ দি‌লেন ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা

নিজস্ব প্রতি‌বেদক : দারুণ পারফর্ম ক‌রে‌ছেন তারা, ভুটা‌নে দর্শক‌দের মন জয় ক‌রে‌ছেন, ভুটানের নারী লিগে খেলার পর দে‌শে ফি‌রে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন তিন ফুটবলার—ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা।  

সোমবার (১৬ জুন) সকালে থিম্পু থেকে ঢাকায় এসে সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন তারা। এর আগে জর্ডানে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ভুটান থেকে সরাসরি জর্ডান যান পাঁচ ফুটবলার। সিরিজ শেষ করে দলের সঙ্গে ঢাকায় ফেরেন রূপনা চাকমা।

তবে টিকিট সমস্যার কারণে শামসুন্নাহার সিনিয়র এখনও ফিরতে পারেননি। ফলে জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে শুরু হওয়া এশিয়ান কাপ বাছাইয়ের আগে তার দেশে অনুশীলনের সুযোগ থাকছে মাত্র ৩–৪ দিন।

ভুটানের লিগে বর্তমানে বাংলাদেশ থেকে মোট ১০ জন নারী ফুটবলার খেলছেন। বাফুফের সঙ্গে তাদের আনুষ্ঠানিক চুক্তি থাকলেও, তারা ভুটানে অবস্থানকালে মাসিক আর্থিক সুবিধা পাচ্ছেন না। তবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলে সেই সময়ের জন্য বেতন ও সম্মানী পাবেন। ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়া পাঁচ ফুটবলার পাবেন ম্যাচ ফি ও ক্যাম্পভিত্তিক সম্মানী।

এদিকে মিয়ানমারে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। এই গ্রুপ থেকে শীর্ষে থাকলে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়