শিরোনাম

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৭ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নেপালের বিরু‌দ্ধে জয় পে‌লো না বাংলা‌দেশ, গোলশূন্য ড্র  

স্পোর্টস ডেস্ক : প্রী‌তি ম‌্যা‌চে টাইগার ‌কোচ হাভিয়ের কাবরেরার দলের বিবর্ণ পারফরম্যান্সের দিনে গোল করতে পারেনি কোনো দল।

শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। দশম মিনিটে কর্নারের পর বল জালে জড়ান সুমন রেজা। কিন্তু অফসাইডের কারণে গোল পায়নি সফরকারীরা।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটা ছিল নেপালের কাছে। প্রথমার্ধের অনেকটা সময় বল ছিল বাংলাদেশের অর্ধে। বলের দখল নিজেদের কাছে রাখা স্বাগতিকরা বেশ কয়েকটি আক্রমণ চালালেও তা লক্ষ্যে রাখতে পারেনি।

তবে ৩৮তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বক্সে বল পেয়েও তাড়াহুড়ো করে শট নিতে গিয়ে তা ক্রসবারের ওপর দিয়ে মারেন সুমন।

৬৩তম মিনিটে জামাল ভূঁইয়া ও সাদ উদ্দিনের বদলি হিসেবে কাজেম শাহ ও তাজ উদ্দিন মাঠে নামান কাবরেরা। খানিকবাদে দারুণ এক সেভ করেন গোলরক্ষক সুজন হোসেন।

৭৬তম মিনিটে বদলি হিসেবে নামা তাজ উদ্দিন দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেছিলেন। কিন্তু বলের লাইনে ছিলেন নেপাল গোলরক্ষক। সহজেই তা আটকিয়ে দেন তিনি। শেষ দিকে গোলের জন্য মরিয়া নেপাল আক্রমণে ধার বাড়ালেও সুজনের বাধা পেরুতে পারেনি।

আগামী মঙ্গলবার একই মাঠে শেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়