শিরোনাম

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় কীটনাশক পানের ৫ দিন পর কৃষকের মৃত্যু

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জের ধরে ঘাস পঁচনের কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে জাকির মিয়া (৪৫) নামে এক কৃষক। এর পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। 

শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাকির মিয়া। সে উপজেলার সোনাপুর ইউনিয়নের বড়বাংলাইল গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান,  জাকির মিয়া ২০ বছর আগে বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের গড়পাড়ার মৃত ধলা শেখের মেয়ে ফাতেমা আক্তারকে বিয়ে করে ঘর সংসার করে আসছেন। তাদের পরিবারে ১৩ বছরের একটি ছেলে রয়েছে। জাকির মিয়া গড়পাড়া তার নানা বাড়িতে থাকতেন। গত দেড় মাস আগে তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জেরধরে রাগে ও ক্ষোভে জাকির মিয়া কীটনাশক পান করেন।  প্রথমে কাউকে জানায়নি কীটনাশক পান করার বিষয়ে। পরে তার অবস্থা খারাপ হওয়ায় দুদিন পর বুধবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবারে মারা যায় জাকির মিয়া। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে কীটনাশক পান করেছে জাকির মিয়া। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে কোন অভিযোগ পাইনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়