শিরোনাম

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান কাপ বাছাইয়ে ইনজু‌রি টাই‌মে ই‌য়ে‌মে‌নের কা‌ছে পরা‌জিত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সমানতা‌লে ল‌ড়ে‌ছে বাংলা‌দেশ। তার প‌রেও হার। 

‌নির্ধা‌রিত সময় নব্বই মিনিট পেরিয়ে তখন খেলা চলছিল যোগ করা সময়ের। শেষ বাঁশি বাজতে তখন বাকি আর ৩০ সেকেন্ডের মতো। এমন সময় গোল হজম করে বসল বাংলাদেশ। আর এতেই এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারল মোরছালিন-ফাহমিদুলরা।

শনিবার ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে ইয়েমেনের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। চার মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে গোল হজম করে তারা। --- অলআউট স্পোর্টস

ম্যাচের ৮৭তম মিনিটে মুজিবুর রহমান জনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ।

এই হারে আগামী বছর জানুয়ারীতে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া মূল আসরে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে তাদের। ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন এবং গ্রুপগুলোর রানার্স-আপ দলের মধ্যে সেরা চারটি দল পাবে মূলপর্বের টিকিট।

এর আগে গত বুধবার বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছিল সাইফুল বারী টিটুর দল। আগামী মঙ্গলবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়