শিরোনাম
◈ বড় সুখবর প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য ◈ নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব ◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৬ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবি নির্বাচনের আগে বুলবুলের পদত্যাগ চান তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে প্রতিদিন। অক্টোবরের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। ইতোমধ্যেই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। এই প্রেক্ষাপটে সাবেক অধিনায়ক ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। মাঠে নামার কথা জানিয়েছেন আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও। ফলে সবার চোখ এখন এই দুইজনের প্রতিদ্বন্দ্বিতার দিকেই।

তবে নির্বাচনে দাঁড়াতে চাইলে বর্তমান সভাপতির পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন তামিম। শনিবার (৬ সেপ্টেম্বর) দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, উনার রিজাইন করে দেওয়া উচিত। কারণ এর কী গ্যারান্টি আছে যে নির্বাচনটা একেবারেই ফেয়ার হবে? সবচেয়ে ফেয়ার সিদ্ধান্ত হবে উনার পদত্যাগ। যেহেতু উনি একজন সৎ মানুষ, তাই এই পদক্ষেপ নিলে নির্বাচন নিয়ে কোনো অভিযোগের সুযোগ থাকবে না।’

তামিম মনে করেন, বুলবুল চাইলে একটি ইতিবাচক নজির স্থাপন করতে পারেন। ‘ইলেকশনের এক মাস আগে উনি যদি পদত্যাগ করেন, সেটি হবে একটি দারুণ উদাহরণ। এখন পাঁচ দিন আগে রিজাইন করলে এর কোনো মানে হয় না। কিন্তু এখনই যদি সিদ্ধান্ত নেন, সেটি হবে নতুন ট্রেন্ড।’

এর আগে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছিলেন বুলবুল। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার তামিমের এই মন্তব্য নতুন মাত্রা যোগ করল নির্বাচনী উত্তাপে।

বিসিবির আসন্ন নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে লড়বেন তামিম ইকবাল। আপাতত সভাপতির পদ নিয়ে ভাবছেন না তিনি। লক্ষ্য নির্বাচিত হয়ে বোর্ডে যুক্ত হয়ে ক্রিকেট উন্নয়নে সরাসরি কাজ করা। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়