শিরোনাম
◈ ফরিদপুরে গরু চুরির আতঙ্কে সালথা উপজেলা বাসী! ◈ চট্টগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শঙ্কা ◈ টিটিসি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্তরা ◈ সরিষাবাড়ীতে চরাঞ্চলে মিষ্টি আলুর বাম্পার ফলন : ভালো দাম পাওয়ায় খুশি কৃষক ◈ বন্ধ হচ্ছে শিল্প-কারখানা, স্থবির ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ  ◈ দেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ ◈ সা‌কিব বল‌লেন আমার বেস্ট‌ফ্রেন্ড নেই,  তামিম ও মুশফিক ভালো বন্ধু ◈ সব চেয়ে দুর্ভাগ্যজনক উনি আমাদের দলের চেয়ারম্যান, একটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক: কাজী ফিরোজ রশীদ ◈ এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক আন্দোলনকারী ◈ হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ 

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটেও ভারতকে টক্কর, এ‌শিয়া কাপ না হ‌লে ত্রিদেশীয় সি‌রি‌জের আ‌য়োজন কর‌বে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : সংশয় দেখা দি‌য়ে‌ছে আসন্ন এশিয়া কাপ আয়োজন নিয়ে। ভারত পাকিস্তান সমস্যার মধ্যে এশিয়া কাপে দুই দেশ একে অপরের বিরুদ্ধে খেলবে কি না সেটা বড় প্রশ্ন। আরও বড় প্রশ্ন হচ্ছে এশিয়া কাপ আদৌ আয়োজন করা হবে কি না। আর এশিয়া কাপ আয়োজন করা না হলে বোর্ডগুলো আর্থিক ক্ষতির মুখে পড়বে। -- এই সময়
 এশিয়া কাপ শেষ পর্যন্ত আয়োজন করা না হলে কী করা হবে? সেই পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

রিপোর্টে প্রকাশ, পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা ত্রিদেশীয় সিরিজ় আয়োজনের পরিকল্পনা করছে। যদি এশিয়া কাপ না আয়োজন করা হয়, তাই তারা বিকল্প হিসেবে এই ত্রিদেশীয় টুর্নামেন্ট তৈরি রাখছে।

-- কোন কোন দেশকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান?--

পাকিস্তান এটার জন্য আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহীকে আমন্ত্রণ জানাতে পারে। যদিও দুই দেশের ক্রিকেটের বোর্ডের সঙ্গে পি‌সি‌বি এখনও কথা বলেনি।

এ বার এশিয়া কাপের আয়োজক ভারত। কিন্তু পহেলগামে জঙ্গি হামলার পর ভারত পরিষ্কার জানিয়ে দেয় তারা পাকিস্তানের সঙ্গে, আই‌সি‌সি  ইভেন্টেও খেলবে কি না সেই সিদ্ধান্ত নিয়ে ভাবনাচিন্তা করবে। রাজীব শুক্লা জানিয়েছিলেন তাঁরা আই‌সি‌ি‌সি-কে জানাবেন I আই‌সি‌সির ইভেন্টে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে না রাখা হয়। যেহেতু এশিয়া কাপের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল তাই এটা আয়োজন হওয়ার সম্ভাবনা কম।

যদিও বি‌সি‌সআি‌ই জানায়নি তারা এশিয়া কাপ খেলবে না বাতিল করে দেবে। এর ফলে আয়োজন করতে চলা বাকি দেশগুলোও দ্বিধায় আছে। সেই কারণেই বিকল্প পরিকল্পনা করতে শুরু করে দিল পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়