শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ০৯:১৫ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাংশায় স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী শিহাব মন্ডল গ্রেফতার

মো. মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির নাওরা বনগ্রামে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার শিহাব মন্ডল (১৯) নামের এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধৃত শিহাব মন্ডল পার্শবর্তী কশবামাজাইল ইউপির কুঠিমালিয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে। একই সময়ে সংঘটিত অপর ধর্ষণ মামলার আসামী কুঠিমালিয়াট গ্রামের জেহের মন্ডলের ছেলে হাসমত মন্ডল (২১) পলাতক রয়েছে।

জানা যায়, গত রবিবার (১৫ জুন) সকালে হাটবনগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ের শিক্ষকের নিকট প্রাইভেট পড়া শেষ কওে বাড়ী ফেরার পথে সকাল সাড়ে ১০টার দিকে স্কুল ছাত্রী দুই বান্ধবীর ১জনকে নাওড়া বনগ্রাম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভিতরে এবং অপরজনকে বিদ্যালয়ের পেছনে পানের বরজের মধ্যে নিয়ে ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে বখাটে শিহাব মন্ডল ও হাসমত মন্ডল। ঘটনা জানাজানি হলে এলাকায় প্রচন্ড ক্ষেভের সৃষ্টি হয়।

ঘটনার দিনই ভিকটিমের পরিবার পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করে। মামলা নং ২১ ও ২২। মামলার পরপরই পাংশা মডেল থানা পুলিশ আসামীদের গ্রেফতারে তৎপর হয় এবং সোমবার (১৬জুন) রাত দেড়টার দিকে কশবামাজাইল ইউপির ভাতশালা গ্রাম থেকে ২১ নং মামলার এহাজার নামীয় আসামী শিহাব মন্ডলকে পুলিশ গ্রেফতার করে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একটি মামলার এজাহার নামীয় আসামী শিহাব মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। অপর মামলার এজাহার নামীয় আসামী হাসমত মন্ডলকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

এদিকে, স্কুল ছাত্রী দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় বনগ্রাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম তীব্র নিন্দা জানান। প্রতিবাদে কর্মসূচি গ্রহণের
প্রস্তুতির কথা জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়