শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ০১:০৩ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

ইরান-ইসরায়েল যুদ্ধ বাংলাদেশের পোশাকশিল্পের জন্য চ্যালেঞ্জ: বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক : ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ‘যুদ্ধ’ পরিস্থিতিতে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হবে বলে আশঙ্কার কথা জানিয়েছেন দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু। সোমবার (১৬ জুন) বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনের নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ইরান-ইসরায়েল ‘যুদ্ধ’ বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ এ সংঘাতের ফলে বিশ্ববাজারে বেড়ে যেতে পারে জ্বালানি তেলের দাম। এতে উৎপাদন খরচ বেড়ে তার সরাসরি প্রভাব পড়বে তৈরি পোশাক খাতে।

তিনি বলেন, আমরা এমন একটি সময়ে দায়িত্ব গ্রহণ করছি, যখন প্রিয় পোশাকশিল্পটি দেশি-বিদেশি নানা চ্যালেঞ্জে জর্জরিত। তাছাড়া যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ সুদহার, মূল্যস্ফীতি, দুর্বল অবকাঠামো, মজুরি ও জ্বালানি খরচ বৃদ্ধির চাপে আমরা নিষ্পেষিত। এর মধ্যেই ইসরায়েল-ইরান ‘যুদ্ধ’ পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যুদ্ধের ফলে যদি তেলের দাম বেড়ে যায়, তবে এর প্রভাব পড়বে পোশাক খাতেও।
মাহমুদ হাসান খান বলেন, এ অবস্থায় প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতায় আমরা এ কাজগুলো করতে সক্ষম হবো।

মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ’র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ: বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আনোয়ার হোসেন নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অংশে সভাপতিত্ব করেন বিদায়ী প্রশাসক আনোয়ার হোসেন। দ্বিতীয় পর্বে সভাপতির দায়িত্ব পালন করেন নতুন সভাপতি মাহমুদ হাসান খান।

অনুষ্ঠানে বিজিএমইএ’র সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, ফারুক হাসান, ড. রুবানা হক, এস এম ফজলুল হক, কাজী মনিরুজ্জামান ও আনিসুর রহমান সিনহা উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের বর্তমান ও সাবেক নেতারাসহ সাধারণ সদস্যরা অংশ নেন। নতুন পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি: ইনামুল হক খান (বাবলু), প্রথম সহ-সভাপতি: সেলিম রহমান, সহ-সভাপতি: মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ): মিজানুর রহমান, সহসভাপতি: ভিদিয়া অমৃত খান, সহসভাপতি: মো. শিহাব উদ্দোজা চৌধুরী, সহসভাপতি: মোহাম্মদ রফিক চৌধুরী।
ঢাকা অঞ্চল থেকে নির্বাচিত পরিচালকরা হলেন- শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, ফয়সাল সামাদ, মো. হাসিব উদ্দিন, মো. আবদুস সালাম, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, কাজী মিজানুর রহমান, জোয়ারদার মো. হোসনে কমার আলম, এবিএম সামছুদ্দিন, আসেফ কামাল পাশা, ড. রশিদ আহমেদ হোসাইনী, ফারুক হাসান, রুমানা রশীদ, মোহাম্মদ সোহেল এবং সামিহা আজিম।

চট্টগ্রাম অঞ্চল থেকে নির্বাচিত পরিচালকরা হলেন-এমডি এম. মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, মো. সাইফ উল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, এস এম আবু তৈয়ব এবং রাকিবুল আলম চৌধুরী।
অনুষ্ঠানের শেষ অংশে সম্মিলিত পরিষদের পক্ষে সভাপতি কাজী মনিরুজ্জামান, সেক্রেটারি ও চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম নতুন পরিচালনা পর্ষদকে ফুলেল শুভেচ্ছা জানান। ঐক্য পরিষদের পক্ষে রোমো গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন (সিআইপি) নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান। এছাড়া বিকেএমইএ’র পক্ষে নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং নন-বন্ডেড এসএমই উদ্যোক্তাদের পক্ষে আরএল অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রোকনুজ্জামান নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়