শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ০৯:০১ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ মাস আগে ১০ লাখ টাকা ছিনতাই, অবশেষে আসামি আটক

ইফতেখার আলম বিশাল : রাজশাহীর মতিহার থানাধীন বিনোদপুর এলাকায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ১০ লাখ ৭২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ১০ মাস পর এক আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি ইমন, কাটাখালি থানার নওদাপাড়া গ্রামের এমদাদের ছেলে।

আজ সোমবার (১৬ জুন) সকালে রাজশাহীর নওদাপাড়া মোড়ে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে কাটাখালি থানা পুলিশ। পরে জানা যায়, সে ২০২৪ সালের ১ আগস্ট ইসলামী ব্যাংকের ১০ লাখ ৭২ হাজার টাকা ছিনতাই মামলারও সন্দেহভাজন আসামি।

বিষয়টি নিশ্চিত করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, “আটক ইমনকে অটো ছিনতাই মামলায় থানায় আনা হয়। পরে জানা যায়, সে পূর্বের একটি গুরুত্বপূর্ণ ছিনতাই মামলার সাথেও জড়িত। যেহেতু ওই মামলাটি মতিহার থানায়, তাই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ আগস্ট বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে কাটাখালি ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মোঃ হাসানুল বান্না একটি কালো ব্যাগে গ্রাহকদের জমাকৃত ১০,৭২,০০০ টাকা নিয়ে বিনোদপুর শাখায় যাচ্ছিলেন। পথে আইবিএ ভবনের সামনে পৌঁছালে দুইটি মোটরসাইকেলযোগে আসা চারজন ব্যক্তি তার অটোরিকশার গতিরোধ করে। তারা চাকু দেখিয়ে তাকে নামিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

ওই ঘটনার পরে দিন ব্যাংকের শাখা ইনচার্জ ও প্রোপাইটর মুহাম্মদ ওবায়েদুর রহমান বাদী হয়ে মতিহার থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, “বাদী আমাদের মৌখিকভাবে অবগত করেছেন। আমরা আদালতে তাকে আটক দেখানোর আবেদন করেছি। আদালতের আদেশ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মামলার তদন্ত কর্মকর্তা এসআই অসিত কুমার জানান, “আজ ইমন নামের এক আসামি আটক হওয়ার খবর পেয়ে আমি রাত ২টা পর্যন্ত বাদীর সঙ্গে কাটাখালি থানায় উপস্থিত ছিলাম। তাকে মামলায় জড়িত থাকা বিষয়ে যাচাই করে আদালতের মাধ্যমে আটক দেখানোর জন্য আবেদন জানানো হয়েছে। শুনানি শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও জানান, প্রয়োজন হলে ইমনের রিমান্ড চাওয়া হবে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার আরও বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়