শিরোনাম
◈ একের পর এক নিষেধাজ্ঞা, ঢাকা-দিল্লি সম্পর্ক কোন দিকে? নানা প্রশ্ন ◈ স্থলপথে কেন বাংলাদেশি পণ্যে নিষেধাজ্ঞা, জানাল ভারত ◈ খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ ◈ ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে-সৌদি আরবে ◈ সাফ শি‌রোপা জেতা হ‌লো না বাংলা‌ে‌দে‌শের, ভার‌তের কা‌ছে টাইব্রেকারে হে‌রে গে‌লো ◈ ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, দিলীপ ঘোষের হুঁশিয়ারি: ‘বাংলাদেশ টক্কর দিলে বাঁচবে না’ ◈ যে ‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত হয় ◈ আইসিসি’তে জয় শাহ: ক্রিকেটে শক্তির ভারসাম্য নষ্ট করছে ভারত? ◈ সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে যা জানালেন আইএসপিআর ◈ ‘ইউনিফর্ম পড়ে আসছি, আমি কাপুরুষ না’- চাকরিচ্যুত সেনাদের উদ্দেশ্যে সেনাবাহিনীর কর্মকর্তা (ভিডিও)

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মধ্যপ্রাচ্যে ট্রাম্পের সফরসঙ্গী ফিফা প্রেসিডেন্ট: কড়া সমা‌লোচনায় ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা

স্পোর্টস ডেস্ক : আবার বিত‌র্কের কেন্দ্রবিন্দু‌তে  ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই ব‌্যক্তি ফিফা কং‌গ্রেসের সভা ফে‌লে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গী হ‌য়ে‌ছেন। যে কারণে অ‌নেক বিল‌ম্বে ফিফা কংগ্রেসে হাজির হন তিনি।  

এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা (উয়েফা)। তাদের মতে, ইনফান্তিনোর এই রাজনৈতিক সফর “খেলাধুলার জন্য কোনো উপকারে আসেনি, বরং ফুটবলের স্বার্থকে পিছনে ঠেলে দিয়েছে। 

-- কংগ্রেসে বিলম্ব, উয়েফার ওয়াকআউট--

ফিফার বার্ষিক সভা বৃহস্পতিবার প্যারাগুয়ের আসুনসিওনে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও ইনফান্তিনোর দেরিতে আগমনের কারণে তা শুরু হয় দুপুর ১টার দিকে।

ফলে উয়েফার প্রেসিডেন্ট আলেকসান্দার চেফেরিনসহ বেশ কয়েকজন ইউরোপীয় প্রতিনিধি মাঝপথেই সভা ছেড়ে চলে যান। বসার স্থান খালি থাকায় সভার মঞ্চের একাংশ দীর্ঘ সময় ধরে ফাঁকা ছিল।

ফিফা প্রেসি‌ডেন্ট ইনফান্তিনো তার বক্তব্যে বলেন, বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল—সেখানেই আমার উপস্থিত থাকা প্রয়োজন ছিল। 

তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের অংশ হিসেবে সৌদি আরব ও কাতারে যান এবং কাতার থেকে একটি রাষ্ট্রীয় জেট বিমানে যাত্রা শুরু করেন। সেই বিমানে দেরিতে রওনা হওয়ায় সময়মতো সভায় উপস্থিত হতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়