নিজস্ব প্রতিবেদক : বহুদিন ধরে ক্রিকেট মাঠের বাইরে সাকিব আল হাসান। তবে ভক্তদের জন্য সুখবর হচ্ছে, আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। পিএসএলের বাকি অংশের জন্য সাকিবকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।
দলটিতে আগে থেকেই আছেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেন। তবে জানা গেছে রিশাদ পিএসএলের বাকি অংশে খেলবেন না।
পিএসএলে খেলতে বিসিবির অনাপত্তিপত্র লাগবে সাকিবের। সেটি পেলেই খেলতে পারবেন টাইগার এ অলরাউন্ডার। তবে সাকিব ভক্তদের জন্য সুখবর, এনওসি পেয়ে গেছেন সাকিব। এনওসির জন্য বৃহস্পতিবার (১৫ মে) আবেদন করেছিলেন সাকিব। এদিনই পেয়ে গেলেন বিসিবি অনাপত্তিপত্র।
সাকিব এর আগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে ১৪ ম্যাচ খেলেছেন। করেছেন ১৮১ রান, নিয়েছেন ৮ উইকেট।