শিরোনাম
◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিরাট কোহলিকে ছাড়িয়ে পাকিস্তানের বাবর আজম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই। তার পরেও তিনি দারুণ এক কীর্তি গড়েছেন।  যৌথভাবে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ৬ হাজার রান করার মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি বিরাট কোহলিকে। শুক্রবার করাচিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৬ হাজার রান পূর্ণ করেন বাবর। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন ১২৩ ইনিংস। স্পর্শ করেছেন সমান সংখ্যক ইনিংসে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার রেকর্ড। এই মাইলফলক স্পর্শ করতে কোহলির লেগেছিল ১৩৬ ইনিংস। - অলআউট স্পোর্টস

ব্যাট হাতে সময়টা ভালো না যাওয়ায় দেরিতেই এই কীর্তি গড়লেন বাবর। তা না হলে আমলাকে সরিয়ে এই রেকর্ডটাও নিজের একারই করে নিতে পারতেন তিনি। এর আগে আমলাকে সরিয়ে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ৫ হাজার রান করার রেকর্ড গড়েছিলেন ডানহাতি এই ব্যাটার।

ইনিংসের সপ্তম ওভারে পাকিস্তানের ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করেন বাবর। জ্যাকব ডাফির করা ওভারের তৃতীয় বলে দারুণ এক কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত তার ইনিংসের থামে ২৯ রানে।

২০১৫ সালের মে মাসে ওয়ানডেতে অভিষেক হওয়া বাবর ৫৫ দশমিক ৭৩ গড়ে এখন পর্যন্ত ৬ হাজার ১৯ রান করেছেন। এই ফরম্যাটে এখন পর্যন্ত হাঁকিয়েছেন দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ শতক, ফিফটি ৩৪টি। ২০ সেঞ্চুরি নিয়ে এই তালিকার শীর্ষে আছেন সাঈদ আনোয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়