শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৩:৫৪ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে গরুর কাটা মাথা দেখে সনাক্ত করল মালিক, অবশেষে ধরা পড়লো সেই চোর!

মিজান লিটন : চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের সেনের দিঘীরপাড় এলাকা থেকে একটি গাভী চুরি করে শহরের বিপোনীবাগ বাজারের কসাইয়ের কাছে বিক্রি করে চোর চক্র। পরে গরুর মালিক খবর পেয়ে বাজারে এসে গরুর কাটা মাথা দেখে সনাক্ত করে এটাই তার চুরি হওয়া গরু। অবশেষে ধরা পড়লো সেই চোর। 

ঘটনাটি ঘটে রবিবার (৪মে) চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে। জানা যায়, চাঁদপুর সদর উপজেলা তরপুরচন্ডী ইউনিয়নের সেনের দিঘির পাড় ডোগা মিজি বাড়ীর কৃষক আব্দুল মতিন মিজি তার পালিত একটি দুধের গাভী প্রতিদিনের ন্যায় রবিবার (৪ মে) সকালে তার বাড়ীর পাশে রাস্তায় ঘাস খাওয়ার জন্য  বেধে রাখে। গরুর মালিক সকাল ১১ টার সময় গিয়ে দেখে তার গরুটি যেখানে বেঁধে রেখেছিল সেখানে নেই।পরে তিনি তার পরিবারের সদস্যদেরকে বিষয়টি অবহিত করলে সকলে মিলে গরুটির খোঁজ করতে শুরু করে।
 
পরবর্তীতে ওই এলাকার এক ব্যক্তি জানায়, সে একজনকে দেখেছি গরুটি নিয়ে শহরের দিকে চলে যেতে। তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর শহরের বিপনিবাগ বাজারে এসে কালাগাজী নামের এক কসাইয়ের দোকানে গরুর মাথাটি দেখে তাদের গরুটি সনাক্ত করতে সক্ষম হয়। এরই মধ্যে  সেই কসাই গরুটি বিক্রির জন্য জবাই করে মাংসগুলো তার দোকানে টানিয়ে রাখে।পরে মাংস ব্যবসায়ী কালা গাজীকে বিষয়টি অবহিত করলে সে বাজারের অন্যান্য লোকদের সাথে নিয়ে শহরের বিটি রোড এলাকা থেকে সে,যার কাছ থেকে গরুটি ক্রয় করেছিল সোহাগ নামের সেই গরু চোরকে ধরে নিয়ে এসে সদর মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করে। 

চোর সোহাগ মাত্র  ৫০ হাজার টাকায়  কসাই কালা গাজীর কাছ  বিক্রি করেছিল। এই বিষয়ে অসহায় গরুর মালিক আব্দুল মতিন মিজি জানান, আমার এই দুধের গাভীটির একটা বাছুর রয়েছে। গাভীটি প্রতিদিন প্রায় আট কেজির মতো দুধ দেয়। চুরি হওয়ার পর যখন শহরের বিপোনীবাগ বাজারে এসে কসাই এর দোকানে  সনাক্ত করতে পারি তারই মধ্যে গরুটি জবাই হয়ে যায়।
 
আমি আমার গরুর মাথাটি দেখেই সনাক্ত করতে পারি যে এটি আমারই গরু। আমার এই গরুটি প্রায় দের লক্ষ টাকার মতো দাম হতো।আর সেই গরুটি মাত্র ৫০ হাজার টাকায়  চোর চক্ররা বিক্রি করে দেয়।আমি এই গাভীটির দুধ বিক্রি করে আমার সংসার চালাতাম,এখন আমি কি করে চলবো। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে  এই চোরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়