শিরোনাম
◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা? 

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৩:৫৪ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে গরুর কাটা মাথা দেখে সনাক্ত করল মালিক, অবশেষে ধরা পড়লো সেই চোর!

মিজান লিটন : চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের সেনের দিঘীরপাড় এলাকা থেকে একটি গাভী চুরি করে শহরের বিপোনীবাগ বাজারের কসাইয়ের কাছে বিক্রি করে চোর চক্র। পরে গরুর মালিক খবর পেয়ে বাজারে এসে গরুর কাটা মাথা দেখে সনাক্ত করে এটাই তার চুরি হওয়া গরু। অবশেষে ধরা পড়লো সেই চোর। 

ঘটনাটি ঘটে রবিবার (৪মে) চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে। জানা যায়, চাঁদপুর সদর উপজেলা তরপুরচন্ডী ইউনিয়নের সেনের দিঘির পাড় ডোগা মিজি বাড়ীর কৃষক আব্দুল মতিন মিজি তার পালিত একটি দুধের গাভী প্রতিদিনের ন্যায় রবিবার (৪ মে) সকালে তার বাড়ীর পাশে রাস্তায় ঘাস খাওয়ার জন্য  বেধে রাখে। গরুর মালিক সকাল ১১ টার সময় গিয়ে দেখে তার গরুটি যেখানে বেঁধে রেখেছিল সেখানে নেই।পরে তিনি তার পরিবারের সদস্যদেরকে বিষয়টি অবহিত করলে সকলে মিলে গরুটির খোঁজ করতে শুরু করে।
 
পরবর্তীতে ওই এলাকার এক ব্যক্তি জানায়, সে একজনকে দেখেছি গরুটি নিয়ে শহরের দিকে চলে যেতে। তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর শহরের বিপনিবাগ বাজারে এসে কালাগাজী নামের এক কসাইয়ের দোকানে গরুর মাথাটি দেখে তাদের গরুটি সনাক্ত করতে সক্ষম হয়। এরই মধ্যে  সেই কসাই গরুটি বিক্রির জন্য জবাই করে মাংসগুলো তার দোকানে টানিয়ে রাখে।পরে মাংস ব্যবসায়ী কালা গাজীকে বিষয়টি অবহিত করলে সে বাজারের অন্যান্য লোকদের সাথে নিয়ে শহরের বিটি রোড এলাকা থেকে সে,যার কাছ থেকে গরুটি ক্রয় করেছিল সোহাগ নামের সেই গরু চোরকে ধরে নিয়ে এসে সদর মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করে। 

চোর সোহাগ মাত্র  ৫০ হাজার টাকায়  কসাই কালা গাজীর কাছ  বিক্রি করেছিল। এই বিষয়ে অসহায় গরুর মালিক আব্দুল মতিন মিজি জানান, আমার এই দুধের গাভীটির একটা বাছুর রয়েছে। গাভীটি প্রতিদিন প্রায় আট কেজির মতো দুধ দেয়। চুরি হওয়ার পর যখন শহরের বিপোনীবাগ বাজারে এসে কসাই এর দোকানে  সনাক্ত করতে পারি তারই মধ্যে গরুটি জবাই হয়ে যায়।
 
আমি আমার গরুর মাথাটি দেখেই সনাক্ত করতে পারি যে এটি আমারই গরু। আমার এই গরুটি প্রায় দের লক্ষ টাকার মতো দাম হতো।আর সেই গরুটি মাত্র ৫০ হাজার টাকায়  চোর চক্ররা বিক্রি করে দেয়।আমি এই গাভীটির দুধ বিক্রি করে আমার সংসার চালাতাম,এখন আমি কি করে চলবো। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে  এই চোরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়