শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত

ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে টালমাটাল অবস্থা দুই দেশে। একের পর এক হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। দুই দেশে চলতে থাকা দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল এবং পিএসএল স্থগিত হয়ে গেছে যুদ্ধের প্রভাবে। খবর: বিডিক্রিকটাইম

পিএসএলের বাকি অংশ মাঠে গড়াবে আরব আমিরাতে।পিএসএল স্থগিত করে টুর্নামেন্টের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের বিষয়টি জানিয়েছে পিসিবি। বিকল্প ভেন্যু হিসেবে আগেই আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে যোগাযোগ করে রেখেছিল পিসিবি। যার ফলে পরে আইপিএল স্থগিত করে আরব আমিরাতকে বিকল্প ভেন্যু হিসেবে বাছাই করতে পারেনি বিসিসিআই।

পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করার জন্য আরব ইসিবিকে প্রস্তাব দিয়েছিল ভারত। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটি আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কারণ আগে থেকেই পিএসএলের বাকি অংশ দুবাই বা আবুধাবিতে আয়োজনের বিষয়টি ইসিবিকে জানিয়ে রেখেছিল পিসিবি। ইসিবিও পিসিবির প্রস্তাবে রাজি হয়ে তাদের প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিল। এখন সেই অবস্থান থেকে সরে আসতে চাইছে না ইসিবি। তাই আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আমিরাত।

পিএসএলে বাকি আছে ৮ ম্যাচ, অন্যদিকে আইপিএলে বাকি আছে আরও ১৫ ম্যাচ। কম ম্যাচ বাকি থাকায় আইপিএলের আগেই শেষ হয়ে যাবে পিএসএল। এখানেও সুবিধা পাচ্ছে আমিরাত। জিও সুপার জানিয়েছে, ইসিবি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর আগামী সেপ্টেম্বরে আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চেয়েছিল ভারত। সেই প্রস্তাবেও ‘না’ বলেছে ইসিবি। কারণ সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপও মাঠে গড়ানোর কথা রয়েছে। এশিয়া কাপেরও আয়োজক ভারত। একইসাথে দুই টুর্নামেন্ট আয়োজন করা বেশ কঠিন হয়ে যাবে আরব আমিরাতের জন্য।

ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, আপাতত এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিসিসিআই। পরে ভারতের মধ্যেই নিরাপদ স্থানে দক্ষিণাঞ্চলের চেন্নাই বা ব্যাঙ্গালুরুর দিকে যেখানে যুদ্ধের তেমন প্রভাব নেই, সেসব জায়গায় আইপিএলের বাকি অংশ আয়োজন করতে পারে বিসিসিআই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়