শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত

ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে টালমাটাল অবস্থা দুই দেশে। একের পর এক হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। দুই দেশে চলতে থাকা দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল এবং পিএসএল স্থগিত হয়ে গেছে যুদ্ধের প্রভাবে। খবর: বিডিক্রিকটাইম

পিএসএলের বাকি অংশ মাঠে গড়াবে আরব আমিরাতে।পিএসএল স্থগিত করে টুর্নামেন্টের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের বিষয়টি জানিয়েছে পিসিবি। বিকল্প ভেন্যু হিসেবে আগেই আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে যোগাযোগ করে রেখেছিল পিসিবি। যার ফলে পরে আইপিএল স্থগিত করে আরব আমিরাতকে বিকল্প ভেন্যু হিসেবে বাছাই করতে পারেনি বিসিসিআই।

পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করার জন্য আরব ইসিবিকে প্রস্তাব দিয়েছিল ভারত। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটি আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কারণ আগে থেকেই পিএসএলের বাকি অংশ দুবাই বা আবুধাবিতে আয়োজনের বিষয়টি ইসিবিকে জানিয়ে রেখেছিল পিসিবি। ইসিবিও পিসিবির প্রস্তাবে রাজি হয়ে তাদের প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিল। এখন সেই অবস্থান থেকে সরে আসতে চাইছে না ইসিবি। তাই আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আমিরাত।

পিএসএলে বাকি আছে ৮ ম্যাচ, অন্যদিকে আইপিএলে বাকি আছে আরও ১৫ ম্যাচ। কম ম্যাচ বাকি থাকায় আইপিএলের আগেই শেষ হয়ে যাবে পিএসএল। এখানেও সুবিধা পাচ্ছে আমিরাত। জিও সুপার জানিয়েছে, ইসিবি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর আগামী সেপ্টেম্বরে আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চেয়েছিল ভারত। সেই প্রস্তাবেও ‘না’ বলেছে ইসিবি। কারণ সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপও মাঠে গড়ানোর কথা রয়েছে। এশিয়া কাপেরও আয়োজক ভারত। একইসাথে দুই টুর্নামেন্ট আয়োজন করা বেশ কঠিন হয়ে যাবে আরব আমিরাতের জন্য।

ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, আপাতত এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিসিসিআই। পরে ভারতের মধ্যেই নিরাপদ স্থানে দক্ষিণাঞ্চলের চেন্নাই বা ব্যাঙ্গালুরুর দিকে যেখানে যুদ্ধের তেমন প্রভাব নেই, সেসব জায়গায় আইপিএলের বাকি অংশ আয়োজন করতে পারে বিসিসিআই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়