শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ১২:২৮ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

স্পোর্টস ডেস্ক: পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের এ কেমন চাওয়া, যে দেশ ভার‌তের বিরু‌দ্ধে যুদ্ধ কর‌ছে, এক কথায় অ‌স্থি‌তিশীল দেশ, নিরাপত্তাজনিত উদ্বেগ র‌য়ে‌ছে, সেই পাকিস্তান কি ক‌রে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খেলার আসর বসা‌তে চায়, পি‌সি‌বি বাংলাদেশের আসন্ন সফর নিয়ে এখনো আশাবাদী। লাহোর ও রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার প্রেক্ষাপটে নতুন করে শঙ্কা দেখা দিলেও, পিসিবি জানাচ্ছে, তারা সিরিজ সফলভাবে আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সফর নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। একইসঙ্গে রয়েছে ক্রিকেটারদের নিরাপত্তা এবং মানসিক প্রস্তুতির প্রশ্নও। বিসিবি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে পরিস্থিতির উন্নতি না হলে সফর স্থগিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।

পিসিবি চেয়ারম্যানের উপদেষ্টা আমির মীর এক টেলিফোন সাক্ষাৎকারে জানান, বাংলাদেশের সফর নিয়ে শঙ্কা নেই। আমরা সফলভাবে সিরিজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। পর্যবেক্ষক দল ইতোমধ্যে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম পরিদর্শন করেছে, যেখানে প্রথম দুই টি-টোয়েন্টি হওয়ার কথা।

তিনি আরও দাবি করেন, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার মাধ্যমে ভারত পরিস্থিতি অবনতি করার চেষ্টা করছে। তবে পরিস্থিতির অবনতি হলে বিকল্প পরিকল্পনা রয়েছে পিসিবির। এক ভেন্যুতে পুরো সিরিজ আয়োজন কিংবা ভিনদেশে ম্যাচ আয়োজনের কথাও ভাবা হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো ক্রিকেটারদের নিরাপত্তা ও মতামতকে প্রাধান্য দিচ্ছে। জীবন আগে, তারপর জীবিকা এই নীতিতে চলেই তারা সিদ্ধান্ত নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়