শিরোনাম
◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান!

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ১১:১৮ রাত
আপডেট : ৩০ জুন, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। শুক্রবার বিকাল সাড়ে ৫টার পর উত্তরার বিএনএস সেন্টারের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘দফা এক দাবি এক- লীগ নট কাম ব্যাক, যদি তবে কিন্তু নাই- আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, সুশীলতা বন্ধ কর- আওয়ামী লীগ নিষিদ্ধ কর, একটা একটা লীগ ধর- ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে কর্মসূচিতে বক্তব্য রাখা জুলাই ব্রিগেডের সংগঠক সরদার রিয়াদ বলেন, সোজা কথা হচ্ছে- আওয়ামী লীগ জুলাই-আগস্টে আমাদের ভাইদের হত্যা করেছে তাদের অবশ্যই বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। এটা ইন্টেরিম সরকারের আরও আগে করা উচিত ছিল।

বক্তব্যে জুলাই রেভুলেশন অ্যালায়েন্সের সক্রিয় সদস্য লাবিব মুহাম্মদ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আর কোনো অজুহাত আমরা মানব না। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

অপরদিকে শিক্ষার্থীদের ডাকা উত্তরা ব্লকেড কর্মসূচি ঘিরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় অনেককেই হেঁটে রওনা দিতে দেখা গেছে।

প্রায় ঘণ্টাখানেক ধরে চলতে থাকা ব্লকেড কর্মসূচি থেকে অনতিবিলম্বে আইন পাশ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়